মাশরাফিদের সাফল্যের মন্ত্র বাতলে দিলেন গ্রিনিজ

ছবি:

দুই যুগ আগে নান্নু-আকরামদের সাফল্যের মন্ত্র জানাতেন তাদের কোচ গর্ডন গ্রিনিজ। দুই যুগ পর বুধবার বিকেলে একই রকম দৃশ্য দেখলো সবাই। গ্রিনিজ পরামর্শ দিচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটারদের। এখানে শ্রোতার ভূমিকায় মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহরা।
যদিও প্রেক্ষাপটটা বদলে গেছে। ১৯৯৭-৯৯, প্রায় তিন বছর যখন এই ক্যারিবিয়ান কিংবদন্তী বাংলাদেশ দলের কোচ ছিলেন, তখন বিসিবির এই সুদিন ছিল না। খেলোয়াড়দের ছিল না এতো সুযোগ সুবিধা।
এখন বিসিবির নিজের মাঠ হয়েছে, খেলোয়াড়দের সুযোগ সুবিধা বেড়েছে। বুধবার তাই মিরপুর স্টেডিয়ামে পা দিয়েই মুগ্ধ হয়েছেন গ্রিনিজ। শেরেবাংলা স্টেডিয়ামে সবুজ মাঠ ঘুরে দেখার পর তিনি বিসিবির কার্যালয়ে কিছুটা সময় কাটিয়েছেন।

তারপরই, মুশফিক-মাশরাফিদের খোঁজ খবর নিতে চলে আসেন একাডেমির মাঠে। বাংলাদেশের এই সাবেক কোচকে মাহমুদউল্লাহ ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন। মুশফিকুর রহিম সবার সই করা জাতীয় দলের একটা টুপি উপহার দিয়েছেন। আর মাশরাফি বিন মুর্তজা উপহার দিয়েছেন স্বারক জার্সি।
তারপরই কথোপকোথনের এক পর্যায়ে ওয়ানডে অধিনায়ক মাশরাফির কাছ থেকে জেনে নেন বাংলাদেশ দলের পরবর্তী সফরসূচি কি ও কোথায়? ওয়ানডে দলপতি জানিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সফরের কথা।
বিদেশের মাটিতে ভালো করার পরামর্শ দিয়ে গ্রিনিজ বলেছেন, ‘ভালোভাবে প্রস্তুতি নিও। ভালোভাবে প্রস্তুতি নিলে যেকোনো জায়গায় ভালো করা সম্ভব।’ তারপরই বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের নাম জানতে চেয়েছিলেন।
তামিম ইকবাল ও সৌম্য সরকার হাত তুলেছিলেন। সৌম্যকে গ্রিনিজ প্রশ্ন করেছিলেন, ‘তুমি কি মিডল অর্ডারে ব্যাটিং করেছ?’ সৌম্য হ্যাঁ-সূচক উত্তর দিলেন। কিন্তু তামিম জানালেন, ওপেনিংয়েই সব সময় খেলা হয় তাঁর। তামিমকে গ্রিনিজের পরামর্শ, ‘কখনো কখনো দলের ভারসাম্য আনতে প্রয়োজনে ব্যাটিং অর্ডার পরিবর্তন করা যেতে পারে। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে। অবশ্য যেকোনো দলের জন্য একটা ভালো শুরু সব সময়ই গুরুত্বপূর্ণ।’
সবশেষে অন্তর থেকে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়েছেন টাইগারদের সাবেক এই কোচ, ‘আমি তোমাদের শুধু সৌভাগ্যই কামনা করতে পারি, ওয়েস্ট ইন্ডিজ কিংবা ভারত যেখানেই খেল না কেন। আমি তোমাদের এতটুকু পরামর্শ দিতে পারি, নিজের খেলার প্রতি শতভাগ মনোযোগী থেকো। এটাই তোমাকে দীর্ঘ পথ পাড়ি দিতে সহায়তা করবে। শুরুতেই নায়ক কিংবা অতি আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করো না। শুভকামনা। নিয়ম করে অনুশীলন করো, আশা করি বাংলাদেশের হয়ে সফল হবে তোমরা।’