রশিদের পরিপূরক সাকিব

ছবি:

সামনেই আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ বাংলাদেশ দলের। টি২০ ক্রিকেটে টাইগারদের চেয়ে অনেকটাই এগিয়ে আফগানরা। দলে রশিদ খান ও মুজিব উর রহমানের মতো দারুণ সব বিশ্ব মানের স্পিনার রয়েছে।
তবে বোলিং আক্রমণের দিক দিয়ে নিজেদেরও পিছিয়ে রাখছেন না টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ। দলে স্পিনার ও পেসারদের সম্মিলিত শক্তিতে ভরসা রাখছেন তিনি। বাংলাদেশ দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার থাকায় তা বাংলাদেশ দলকে এগিয়ে রাখবে বলে জানিয়েছেন এই টাইগার স্পিনার।
মিরাজ বলেছেন, 'আসলে আফগানিস্তানের অবশ্যই স্পিন অ্যাটাক অনেক ভালো। তবে আমাদেরও যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে সাকিব ভাই আছে, এরপরে রিয়াদ ভাইও ভালো বোলিং করে। এছাড়া যারা আছে পেস বোলার। সবমিলিয়ে বলবো যে আমাদের ওভারওল স্পিন এবং পেস কম্বিনেশন ভালোই আছে। আমাদের দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। এটা আমাদের অনেকটাই এগিয়ে রাখবে।'

টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। খেলছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। একই দলের হয়ে মাঠ মাতাচ্ছেন আফগান তারকা রশিদ খানও। এটা বাংলাদেশ দলের আফগানিস্তান সিরিজে কাজে লাগবে বলেই বিশ্বাস মিরাজের। তবে এখনও এই ব্যাপারে নিশ্চিত নন তিনি।
মিরাজের ভাষ্যমতে, 'সাকিব ভাই এবং রশিদ খান আইপিএলে একই দলে খেলছে এটা আফগানিস্তান সিরিজে কাজে আসবে কিনা তা তো এখনই বলা যাচ্ছে না। সবাই জানে সাকিব ভাই আইপিএলে খেলে, সে অলরাউন্ডার। সর্বদা ডমিনেট করে খেলে। সুতরাং এটি আমাদের জন্য অনেক বড় একটি ব্যাপার।
রশিন খানকে দলের জন্য হুমকি মনে করছেন না মিরাজ। তিনি জানিয়েছেন, 'রশিদ খানের সাথে তিনি একসাথে খেলছেন, অনুশীলন করেছেন এটাও অনেক বড় সুবিধা হবে। আর বিশেষ করে রশিদ খান তো আমাদের দেশে প্রিমিয়ার লিগে খেলেছেন, আমাদের ব্যাটসম্যানেরা সবাই ওর বিপক্ষে ভালো জানে। সুতরাং আমার মনে হয় না যে খুব বেশি সমস্যা হবে ইনশাল্লাহ।'