promotional_ad

মুস্তাফিজকে গ্রাহ্য করছেনা মুম্বাইঃ ডুল

promotional_ad

গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে জিতে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে চায় তিন বারের চ্যাম্পিয়নরা।


তবে পাঞ্জাবের কাছে হেরে গেলে প্লে-অফে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে মুম্বাইয়ের জন্য। অন্যদিকে এই ম্যাচে জিতলেই শেষ চারের পথে এক কদম এগিয়ে যাবে গেইলরা।


এই কঠিন সমীকরণ নিয়েই মাঠে নামছে দু'দল। আর গুরুত্বপূর্ণ এই ম্যাচে মুম্বাই একাদশে পরিবর্তন চান জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার সায়মন ডুল। তিনি মনে করেন, মুম্বাই চাইলে এই ম্যাচে মুস্তাফিজকে খেলাতে পারে।



promotional_ad

তবে মুস্তাফিজের মর্ম নাকি মুম??বাই বুঝতে পারছেনা বলেও জানান তিনি। তারা কেন তাকে খেলাচ্ছেনা এর উত্তরও তার জানা নেই। শুধু তাই নয়, প্রোটিয়া অলরাউন্ডার জেপি ডুমিনিকে মুম্বাই ইন্ডিয়ান্সের ইনস্যুরেন্স পলিসি হিসেবেও দাবি নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটারের। তিনি বলেন,   


'ডুমিনি ওদের কাছে ইনস্যুরেন্স পলিসির মত। তারা ভালো শুরু পেলে ডুমিনি ব্যাট করবে নীচের পজিশনে। আর যদি তারা দ্রুত উইকেট হারিয়ে ফেলে তাহলে সে হাল ধরবে। এই কারণেই সে দলের ইনস্যুরেন্স পলিসি।


তারা চাইলে আকিলা ধনঞ্জয়কেও খেলাতে পারে যদি উইকেটে স্পিন থাকে। মুস্তাফিজও আছে তাদের কাছে বাড়তি বোলিং অপশন হিসেবে কিন্তু তারা এটা নিয়ে খুব একটা ভাবছেনা।



তাদের কাছে ডুমিনি এবং কাটিং আছে বিধায়। তারা অনেক চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নিবে। শেষ মুহূর্তে মুম্বাই যেকোন কিছু করতে পারে এটা আমরা সবাই দেখেছি।'    



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball