promotional_ad

প্লে অফের আশা উজ্জ্বল করল কলকাতা

promotional_ad

রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৬ উইকেটের দাপুটে জয়ে প্লে অফে খেলার আশা অনেকটাই উজ্জ্বল করেছে কলকাতা নাইট রাইডার্স। রাজস্থানের দেয়া ১৪৩ রানের লক্ষ্য তারা ১২ বল হাতে রেখেই পেরিয়ে গেছে।


এই জয়ে আইপিএলের এবারের আসরে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে রয়েছে কলকাতা। তাদের পরেই আছে রাজস্থান। দলটি ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৪ নম্বরেই রয়েছে।


তাছাড়া, কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দ্রাবাদ ১২ ম্যাচে ১৮ পয়েন্ট ও মহেন্দ্র সিং ধোনীর নেতৃত্বাধীন চেন্নাই সুপার সমান সংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার আগে প্লে অফে খেলা নিশ্চিত করেছে।


এদিকে, রাজস্থানের দেয়া মাঝারি লক্ষ্যের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্সের। তারা দলীয় ৩৬ রানের মধ্যে ওপেনার সুনীল নারিন ও উইকেটরক্ষক ব্যাটসম্যান রবিন উথাপ্পার উইকেট হারায়।



promotional_ad

নারিন ২১ রান করে ফিরে যাওয়ার পর উথাপ্পা মাত্র ৪ রান করে ফিরেন। তারপর তরুণ ব্যাটসম্যান নিতিশ রানাকে নিয়ে ইনিংস মেরামত শুরু করেন ওপেনার ক্রিস লিন। তৃতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ৩৩ রান।


রানা ২১ রান করে আউট হয়েছে। ৪২ বলে ৪৫ রান করে লিন কলকাতার জয় অনেকটাই নিশ্চিত করে দিয়ে যান। বাকি কাজটা কলকাতার দলপতি দীনেশ কার্তিক, ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে নিয়ে সেরেছেন।


কার্তিক ৩১ বলে ৪১ ও রাসেল ৫ বলে ১১ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। রাজস্থানের হয়ে একাই ৩ উইকেট তুলে নিয়েছেন অলরাউন্ডার বেন স্টোকস। বাকি ১টি উইকেট গেছে ইশ সোধীর ঝুলিতে।


এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় রাজস্তান রয়্যালস। ওপেনিংয়ে মাত্র ২৯ বল রাহুল ত্রিপাথিকে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন জস বাটলার। ত্রিপাঠি ১৫ বলে ২৭ রান করে ফিরলে ভাঙে এই জুটিটি।



তারপরই শুরু হয় রাজস্থানের ব্যাটসম্যানদের আসা যাওয়া। দলীয় ১০৭ রানের মধ্যে ৭টি উইকেট হারিয়ে বসে আজিঙ্কা রাহানের দল। ২২ বলে ৫ বাউন্ডারি আর ২ ছক্কায় ৩৯ রান করেন ওপেনার জস বাটলার। 


শেষ পর্যন্ত এই রান নিয়েই তিনি দলের পক্ষে সর্বোচ্চ ইনিংসটির মালিক। শেষ দিকে রাজস্থানের ব্যাটিংয়ের হাল ধরেন জয়দেব উনাদকাট। ১৮ বলে ৩ চার আর ১ ছক্কায় ২৬ রান করে আউট হন এই ব্যাটসম্যান।তারপরও এক ওভার বাকি থাকতে রাজস্থানের ইনিংস গুটিয়ে যায় ১৪২ রানে।


রাজস্থানের ইনিংস গুটিয়ে দেয়ার পেছনে উইকেট নিয়ে বড় অবদান রেখেছেন কলকাতার স্পিনার কুলদ্বীপ যাদব। তাছাড়া আন্দ্রে রাসেল ও প্রসিধ কৃষ্ণ ২ টি করে উইকেট নিয়েছেন। ১ টি করে উইকেট নিয়েছেন সুনীল নারিন ও শিভম মভি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball