আইপিএল ছেড়ে দেশে ফিরতে হচ্ছে বাটলারকে

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চলতি আসরে নিয়মিতই ঝড় তুলছেন ইংলিশ তারকা জস বাটলার। রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে ৯৪*, ৯৫*, ৮২, ৫১ ও ৬৭ রানের ইনিংস খেলেছেন তিনি।
আর তাতেই দীর্ঘ ২ বছর পর ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়েছেন। ফলে আইপিএলের বাকি ম্যাচগুলো না খেলেই দেশে ফিরতে হচ্ছে তাকে। আগামী বুধবারে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে ইংল্যান্ড ক্রিকেট দল।
সেই ম্যাচকে সামনে রেখে ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে চমক হয়ে এসেছেন অফ স্পিনার ডম বেস। এই তরুণ প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইংল্যান্ড জাতীয় দলে।

তবে, দলে জায়গা হয়নি অলরাউন্ডার মঈন আলীর। জায়গা ধরে রেখেছেন তরুণ ওপেনার মার্ক স্টোনম্যান। জস বাটলার ২০১৬ সালে ভারতের বিপক্ষে সবশেষ ইংল্যান্ডের হয়ে সাদা পোষাকে মাঠে নেমেছিলেন।
তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনাতেই দলে ডাকা হয়েছে তাকে। এদিকে, ইংল্যান্ড দলে জ্যাক লুচের ইনজুরিতে কপাল খুলেছে বেসের। এই ২০ বছর বয়সী তরুণ ২২.৪৯ গড়ে ৬৩ উইকেট নিয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে। আর তাতেই জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।
আর নিউজিল্যান্ডের বিপক্ষে ৬০ রানের একটি ইনিংসই ওপেনার মার্ক স্টোনম্যানকে দলে থাকতে সাহায্য করেছে। বরাবরের মতোই, ইংল্যান্ড দলের বোলিং আক্রমণ সামলাবেন স্টুয়ার্ট ব্রড ও অ্যান্ডারসন জুটি। তাদেরকে সঙ্গ দেবেন আরেক পেসার ক্রিস ওকস।
ইংল্যান্ডের পূর্ণাঙ্গ স্কোয়াডঃ মার্ক স্টোনম্যান, অ্যালিস্টার কুক, জো রুট (অধিনায়ক), ডেভিড মালান, বেন স্টোকস, জস বাটলার, জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, ডম বেস, মার্ক উড।