promotional_ad

বিপিএল আয়োজন নিয়ে শঙ্কা!

promotional_ad

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) এবারের আসর মাঠে গড়াবে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে কদিন আগে একথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।


কিন্তু নির্ধারিত সময়ে বিপিএল আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ফলে সেই সূচি থেকে সরে আসতে হচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিলকে। এমনটা হলে চলতি বছর বিপিএলের মাঠে গড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে।


আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন। ফলে, অক্টোবরে দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত হয়ে উঠবে। তাই আইন শ্রীঙ্খলা বাহিনীকেও ব্যস্ত সময় কাটাতে হবে। এই সময়ে বিপিএলের জন্য পর্যাপ্ত নিরাপত্তা পাওয়া যাবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়।



promotional_ad

সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে নিরাপত্তা পাওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক। অক্টোবর থেকে পিছিয়ে আগামী জানুয়ারিতে বিপিএল আয়োজনের পরিকল্পনা করছেন তারা।


ইসমাইল হায়দার মল্লিক বলেছেন, ‘নির্বাচনের আগে আগে সাতটা দলকে নিরাপত্তা দেওয়া, তিনটা ভেন্যুতে খেলা চালানো খুবই কঠিন। প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা যদি না পাই, তবে টুর্নামেন্টটা নির্বাচনের পরেই করতে হবে। সেটি হলে জানুয়ারির দিকে আয়োজন করা হতে পারে।’


বিপিএল ঠিক সময়ে মাঠে গড়াবে কিনা এই সিদ্ধান্ত এই সপ্তাহের ভিতরই জানা যাবে বলে নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের এই সদস্যসচিব। তবে, বিপিএলের সূচি পিছিয়ে যাওয়ার জোর সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।



ইসমাইল হায়দারের ভাষ্যমতে, ‘নির্বাচন হয়তো অনেক ফ্র্যাঞ্চাইজি মালিক করবেন। কিন্তু আমাদের চিন্তাটা হচ্ছে নিরাপত্তা নিয়ে। প্রত্যেকটি দলকে পর্যাপ্ত পুলিশ বা নিরাপত্তা বাহিনীর সদস্য যদি না দিতে পারি, তবে আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এটা নিয়ে আলাপ-আলোচনা চলছে। এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। তবে পেছানোর ভালো সম্ভাবনা আছে।’


সূত্রঃ প্রথম আলো



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball