তিন ফরম্যাটের জন্যই তৈরি শান্ত

ছবি:

ঢাকা প্রিমিয়ার লীগের গত আসরটা ব্যাট হাতে দারুণ গেছে তরুণ টাইগার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর। আবাহনীর হয়ে ১৬ ম্যাচ খেলে চারটি সেঞ্চুরি ও দুইটি হাফ সেঞ্চুরিতে করেছেন ৭৪৯ রান।
এই রান নিয়েই টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হয়েছেন তিনি। দুর্দান্ত খেলার পুরস্কার হিসেবে জায়গা মিলেছে বাংলাদেশের উইন্ডিজ ও আফগানিস্তান সিরিজের প্রাথমিক দলে। শান্ত সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে জানিয়েছেন, তিনি নিজেকে তিন ফরম্যাটের জন্যই নিজেকে যোগ্য মনে করেন।
অনূর্ধ্ব-১৯ দলে থাকার সময় স্ট্রাইক রেট এতোটা ভালো না হলেও, ঘরোয়া ক্রিকেটে সেই দুর্বলতা কাটিয়েছেন তিনি। চেষ্টা করছেন ধারাবাহিকতা ধরে রাখতে। বাংলাদেশ দলের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটেই প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছেন তিনি।

"যখন অনূর্ধ্ব-১৯ দলে ছিলাম, তখন হয়তো স্ট্রাইকরেট অতো ভালো ছিলো না। কিন্তু আস্তে আস্তে যখন চিন্তা করলাম যে, আন্তর্জাতিক পর্যায়ে যেতে হলে স্ট্রাইকরেট খুব ভালো রাখতে হবে। ওইভাবেই প্রিমিয়ার লিগ ও অন্যান্য ঘরোয়া আসরে খেলছি। চেষ্টা করছি, সেটার ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করছি। আমি বিশ্বাস করি তিন ফরম্যাটেই আমি খেলার যোগ্যতা রাখি এবং সেই উদ্দেশ্যই অনুশীলন করে যাচ্ছি।"
ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে সুযোগ পেলে সেই সুযোগটি পারফরমে???্স করেই ধরে রাখতে চান তিনি। সেভাবেই মানসিক প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন এই মারকুটে টাইগার ব্যাটসম্যান,
"ওই জায়গায় যদি চাই, তাহলে অবশ্যই পারফর্ম করতে চেষ্টা করবো। এতে জাতীয় দলে আমার জায়গা নিশ্চিত হবে। যদি সুযোগ পাই, জায়গাটা ধরে রাখতে চাই। সেভাবেই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি।"
ঢাকা প্রিমিয়ার লীগে মাশরাফি বিন মর্তুজা, নাসির হসেনদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের সাথে খেলেছেন এই তরুণ। তাদের কাছ থেকেই আড্ডার ছলে আন্তর্জাতিক ক্রিকেটে স্থায়ী হওয়ার পরামর্শ নিয়েছেন তিনি। প্রিমিয়ার লীগে দুর্দান্ত ফর্মের পেছনেও ছিল তাদেরই অনুপ্রেরণা এমনাই জানিয়েছেন শান্ত,
"সিনিয়রদের সঙ্গে সব সময়ই খেলা নিয়ে কথা হয়। যখন খেলার বাইরে থাকি, আড্ডা দেই, তখন আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেটে কী ধরনের মানসিকতা দরকার, তা নিয়ে কথা হয়। সব কিছু কিভাবে সহজ হয়ে আসতে পারে, তা নিয়ে কথা হয়। প্রিমিয়ার লিগে মাশরাফি ভাই, নাসির ভাই ছিলেন, তারা অনেক অনুপ্রাণিত করেছেন। সবাই মিলে সহায়তা করেছেন বলেই আমি ভালো কিছু করেছি।"