promotional_ad

রশিদের দাওয়াই লিখন?

promotional_ad

কদিন পরেই আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি২০ সিরিজ খেলতে ভারত যাবে বাংলাদেশ দল। এই ফরম্যাটের ক্রিকেটে দারুণ শক্তিশালী আফগানরা। দলে আছে রশিদ খান, মুজিব উর রহমানদের মতো বিশ্বসেরা লেগ স্পিনাররা।


ফলে এখনই আফগানদের মোকাবেলা করার জন্য, নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ দল। রশিদ খানকে মোকাবেলা করার আগে নেটে টাইগার লেগ স্পিনার জুবায়ের হোসেনকে নিয়মিত খেলছেন বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা।


সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন, বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। তিনি মনে করেন এতে কাজও হচ্ছে। প্রতিটি সিরিজের আগেই বাংলাদেশ দল প্রতিপক্ষের বোলিং শক্তি দেখে নিজেদের প্রস্তুত করেন বলে জানালেন তিনি, 


"এটা তো অনেক হেল্প হয়ে থাকে। শুধু এই সিরিজ না আপনারা যদি খেয়াল করে থাকেন আমরা যেকোনো সিরিজের আগেই প্রতিপক্ষের প্রমিনেন্ট বোলার কী রকম হয় ওরকম পার্টিকুলার বোলার আমাদের দেশে আছে কিনা বা রিসেনটলি কোনো কাছাকাছি মানের আছে কিনা তাকে নিয়ে এসে চেষ্টা করি অ্যাটলিস্ট…সিমিলার না হলেও অ্যাটলিস্ট খেলতে একটা অভ্যাসে পরিনত হয়।"



promotional_ad

বাংলাদেশ দলের লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের বোলিং আগের চেয়ে ভালো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। আফগান স্পিনার রশিদ খানের সাথে লিখনের বোলিংয়ের বড় মিল খুঁজে পাচ্ছেন এই টাইগার ক্রিকেটার। লিখনকে নেটে মোকাবেলা করলে তা আফগান সিরিজে সাহায্য করবে বলে বিশ্বাস মুশফিকের। তিনি বলেছেন,


"আর লিখন আগের চেয়ে অনেক ভাল বোলিং করছে এবং লাস্ট তিন-চারদিন ওকে খেলেছি। আমার কাছে মনে হয়েছে অলরেডি প্রুভড। রশিদ খানের সঙ্গে মিল হল ও অনেক জোরের উপরে বল করে। যেটা কিনা রশিদ খান করে থাকে। এই প্র্যাকটিসটা করলে অবশ্যই হেল্প হবে। আর ম্যাচে এক্সিকিউশন একটা ভিন্ন জিনিস। আশা করছি হেল্প হবে। আর রশিদকে তো আমরা অনেকেই বিপিএলে খেলেছি।"


আফগান স্পিনার মুজিবকে মোকাবেলা না করলেও, রশিদকে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। বিপিএলে গত দুই আসর ধরেই নিয়মিত এ আফগান। তাছাড়া বাংলাদেশ দলের টি২০ দলপতি সাকিব আল হাসান তার সঙ্গে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন আইপিএলে।


মুশফিক জানিয়েছেন টাইগার ক্রিকেটারদের সামর্থ্য আছে আফগান বোলারদের মোকাবেলা করারা। তাছাড়া, দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজের অপেক্ষায় সাবেক এই বাংলাদেশ দলপতি।



"চেষ্টা করছি যতটুকু ইনফরমেশন গ্যাদার করা যায়। অল ইন অল এটা টি-টোয়েন্টি ফরম্যাট যে বোলারই হোক আমাদের অবশ্যই স্কোরিংয়ের জন্য খেলতে হবে। আমার মনেয় হয় এনাফ কোয়ালিটি ব্যাটসম্যান আছে। এরকম এক-দুইজন না তিন-চারজন বোলারকে কোপ করার অ্যাবিলিটি আছে। আশা করছি দারুণ একটা সিরিজ হবে।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball