ক্রিস্টিয়ানের পর ফকনার

ছবি:

আসন্ন বিগ ব্যাশের মৌসুমে নতুন দলের হয়ে খেলবেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জেমস ফকনার। তিন বছরের জন্য হোবার্ট হ্যারিকেন্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই অস্ট্রেলিয়ান।
এর আগের সাত মৌসুম মেলবোর্ন স্টার্সের হয়ে বিগ ব্যাশ মাতিয়েছেন তিনি। কিন্তু ২০১৮-১৯ সালের মৌসুমের জন্য হোবার্টে যোগ দিলেন এই অলরাউন্ডার।
মঙ্গলবার তার হোবার্টে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে হ্যারিকেন্স কর্তৃপক্ষ। নতুন দলে যোগ দেয়ার পর সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন ফকনার। আলাপকালে তিনি বলেন,

'তাসমেনিয়াতে ফিরে আসার চিন্তা ভাবনা আগে থেকেই করছিলাম। মনে হয়েছে এটাই সঠিক সময় এখানে ফিরে আসার। নতুন দলে যোগ দিতে পেরে আমি খুব আনন্দিত এবং উচ্ছ্বসিত।
মেলবোর্ন স্টার্সের হয়ে সাত বছর খেলেছি, সেখানে অনেক সুন্দর মুহূর্ত কেটেছে আমার। তারা আমাকে অনেক সাপোর্ট করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।'
ফকনার নতুন দলে যোগ দেয়ার দিন দল পাল্টেছেন আরেক অজি অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিস্টিয়ান। হোবার্ট হ্যারিকেন্স ছেড়ে মেলবোর্ন রেনেগেডসে যোগ দিয়েছেন এই অলরাউন্ডার।
ক্রিস্টিয়ান হ্যারিকেন্স ছেড়ে চলে জাওয়ায় ধারণা করা হচ্ছে তার ঘাটতি মেটাতেই ফকনারকে দলে টেনেছে তারা। এখন দেখার বিষয় মাঠের পারফর্মেন্স দিয়ে কতটুক ক্রিস্টিয়ানের ঘাটতি মেটাতে পারবেন ফকনার।