ঘরের মাঠে মান রাখতে পারবে কলকাতা?

ছবি:

প্লে-অফে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে যোগ দিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আর ইতিমধ্যে প্লে-অফের দৌড় থেকে বাদ পড়েছে দিল্লী ডেয়ারডেভিলস।
এখনও প্লে-অফের জন্য দুটি পজিশন খালি রয়েছে। যার জন্য লড়াই করছে মোট পাঁচটি দল। যেখানে এই দৌড়ে বাকি চারটি দলের চেয়ে এককদম এগিয়ে আছে কিংস ইলেভেন পাঞ্জাব।
তবে কোন দুই দল শেষ পর্যন্ত প্লে-অফে যাবে তা এখনও নিশ্চিত নয়। আর মঙ্গলবার প্লে-অফে জায়গা করে নেয়ার মিশনে মাঠে নামছে রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স।
ঘরের মাঠে জস বাটলার-বেন স্টোকসদের আতিথ্য দিবে দুই বারের চ্যাম্পিয়নরা। এই ম্যাচে যেই জিতবে তার জন্য পথটা আরও সহজ হবে প্লে-অফের।

কারণ দুই দলই সমান ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় এবং চতুর্থ স্থানে অবস্থান করছে। আজকের ম্যাচে যে জিতবে তার জন্য সহজ হবে প্লে-অফে জায়গা করে নেয়াটা।
তাই এই ম্যাচকে গুরুত্বের সাথে নিচ্ছে দু'দলই। গুরুত্বপূর্ণ এই ম্যাচে সেরা একাদশ দিয়েই মাঠে নামতে চাইবেন দীনেশ কার্ত্তিক এবং আজিঙ্কা রাহানে।
যদিও কলকাতার একাদশে কোন পরিবর্তন আসার ইঙ্গিত মেলেনি। কিন্তু আর্চি শর্টকে এই ম্যাচে সাইড বেঞ্চে বসিয়ে রাখতে পারে আইপিএলের প্রথম চ্যাম্পিয়নরা।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশঃ ক্রিস লিন, সুনীল নারাইন, রবিন উথাপ্পা, নীতীশ রানা, দিনেশ কার্ত্তিক (অধিনায়ক এবং উইকেট রক্ষক), আন্দ্রে রাসেল, শুভম্যান গিল, জেভন সিয়ারলেস, কুলদীপ যাদব, পীযুষ চাওলা, প্রসিদ্ধ কৃষ্ণ।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশঃ জস বাটলার, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), সঞ্জু স্যামসন, বেন স্টোকস, স্টুয়ার্ট বিনি, মাহিপাল লমরর, কেসি গৌতম, জোফরা আর্চার, ইশ সোধি / ডি'আর্চি শর্ট, শ্রেয়াস গোপাল, জয়দেব উনাদকাট।