কম গড়ে সবার উপরে ইমরুল

ছবি:

সাদা পোশাকে টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে কম গড়ের রেকর্ডে সবার উপরে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ দলের ওপেনার ইমরুল কায়েস।
পাকিস্তান-আয়ারল্যান্ড টেস্ট চলাকালীন সময়ে এক জরিপে এমনই তথ্য মিলেছে। যেখানে দেখা গিয়েছে ২০১৫ সালের পর থেকে সবচেয়ে কম গড়ে রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে সবার থেকে এগিয়ে ইমরুল।
এই রেকর্ডে ইমরুল পেছনে ফেলেছেন পাঁচজন ইংলিশ ব্যাটসম্যানকে। মোট ২৮ টেস্টে ৩১.১৯ গড়ে ৮১১ রান করেছেন এই বাঁহাতি ওপেনার।

তালিকায় সবার উপরে আছেন ইংলিশ ওপেনার জেমস ভিন্স। যিনি ২৪.৯০ গড়ে মোট ৫৪৮ রান করেছেন। এরপরে অবস্থান করছেন বাবর আজম। ২১ টেস্টে তার গড় মাত্র ২৫।
ইমরুল-বাবরদের সঙ্গে এই রেকর্ডে আছেন মার্টিন গাপটিল-মারলন স্যামুয়েলসরা। যদিও এদের সকলকেই পেছনে ফেলেছেন বাংলাদেশের ইমরুল কায়েস।
শ্রীলংকার কুশল সিলভা, ইংল্যান্ডের গ্যারি ব্যালেন্স,ইয়ান বেল এবং অ্যালেক্স হেলসরাও আছেন এই রেকর্ডের তালিকায়। তাই সম্প্রতি সময়ে টেস্টে নিজেকে মেলে ধরতে না পারলেও বড় বড় ক্রিকেটারদেরকে এই লজ্জার রেকর্ডে পেছনে ফেলেছেন ইমরুল।