বুলবুলের পর কেভিন ও ব্রায়েন

ছবি:

পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম টেস্ট খেলছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। টেস্ট ক্রিকেটে নিজেদের অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড। তবে দলের বিপর্যয়ে একাই হাল ধরেছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার কেভিন ও ব্রায়েন।
দ্বিতীয় ইনিংসেও তার ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে আইরিশরা। প্রথম ইনিংসে ৪০ রানের পর দ্বিতীয় ইনিংসে দারুণ এক সেঞ্চুরির দেখা পেয়েছেন এই তারকা। আয়ারল্যান্ডের হয়ে টেস্টে প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন তিনি দেশটির অভিষেক টেস্টে।
সেঞ্চুরি করেই তিনি নাম লিখিয়েছেন, আমিনুল ইসলাম বুলবুল, ব্যানারম্যান ও হাউটনদের পাশে। ১৮৭৭ সালে অজি ক্রিকেটার চার্লস ব্যানারম্যান ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে ১৬৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।

এরপর জিম্বাবুইয়ান ক্রিকেটার ডেভিড হাউটন ১৯৯২ সালে ভারতের বিপক্ষে দলের অভিষেক টেস্টে ১২১ রান করেছিলেন। এই তালিকায় সবশেষ নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল।
এই টাইগার ক্রিকেটার ২০০০ সালে বাংলাদেশ দলের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে ১৪৫ রান করেছিলেন। এবার এই গ্রেট ক্রিকেটারদের পাশে নিজের নাম বসালেন আইরিশ অলরাউন্ডার কেভিন ও ব্রায়েন।
দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরির দেখা পাওয়া ব্যাটসম্যানরাঃ
১৬৫* চার্লস ব্যানারম্যান বনাম ইংল্যান্ড, ১৮৭৭
১২১ ডেভিড হাউটন বনাম ভারত, ১৯৯২
১৪৫ আমিনুল ইসলাম বনাম ভারত, ঢাকা, ২০০০
১১৮* কেভিন ও'ব্রায়েন বনাম পাকিস্তান, ২০১৮