promotional_ad

পয়েন্ট টেবিল জমিয়ে দিল বেঙ্গালুরু

promotional_ad

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) এবারের আসরে সানরাইজার্স হায়দ্রাবাদ ও চেন্নাই সুপার কিংস প্লে অফে খেলা নিশ্চিত করেছে। বাকি ৬ দলের মধ্যে ৫ টি দলেরই ক্ষীণ সম্ভাবনা আছে প্লে অফে খেলার।


কিংস ইলেভেন পাঞ্জাবকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে প্লে অফে খেলার আশা এখনও বাঁচিয়ে রেখেছে ভিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সমান ১২ ম্যাচ খেলে কলকাতা, রাজস্থান ও পাঞ্জাবের পয়েন্ট সমান ১২ করে।


এরপর ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৬ ও ৭ নম্বরে যথাক্রমে মুম্বাই ও রাজস্থান। আর ৬ পয়েন্ট নিয়ে সবার নিচে দিল্লি। ফলে দিল্লি ছাড়া বাকি দলগুলোর প্লে অফে খেলার সম্ভাবনা অনেকটাই বেঁচে আছে। এদিকে, সোমবার, পাঞ্জাবের দেয়া ৮৯ রানের লক্ষ্য তারা ১১.৫ ওভার হাতে রেখেই পেরিয়ে গেছে বেঙ্গালুরু।



promotional_ad

ব্যাট হাতে অধিনায়ক ভিরাট কোহলি ৪৮ ও উইকেটরক্ষক ব্যাটসম্যান পার্থিব প্যাটেল ৪০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। এর আগে ইন্দোরে টস জিতে পাঞ্জাবকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন বেঙ্গালুরু দলপতি ভিরাট কোহলি।


বল হাতে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলাররা। তাদের সাঁড়াশি আক্রমণে ১৫.১ ওভারেই মাত্র ৮৮ রান করে অলআউট হয়ে যায় কিংস ইলেভেন পাঞ্জাব।


ব্যক্তিগত সর্বোচ্চ ২৬ রান এসেছে অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে। ২১ রান করেছেন ওপেনার লোকেশ রাহুল।  আরেক ওপেনার ক্রিস গেইল ফিরেছেন মাত্র ১৮ রান কর। এছাড়া বাকিদের আর কেউ দুই অংকের ঘরই স্পর্শ করতে পারেননি।



পাঞ্জাবের তিন ব্যাটসম্যান রান আউট হয়ে ফিরেছেন। ব্যাঙ্গালুরুর উমেশ যাদব সর্বোচ্চ ৩ উইকেট নেন।১ করে উইকেট দখল করেছেন মোহাম্মদ সিরাজ, য়ুজবেন্দ্র চাহাল, কলিন ডি গ্র্যান্ডহোম এবং মঈন আলি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball