আরিফুলের ভাবনায় রশিদ-মুজিবরা

ছবি:

বাংলাদেশ দলের একজন পেস বোলিং অলরাউন্ডারের অপূর্ণতা অনেক দিনের। ফরহাদ রেজা থেকে শুরু করে জিয়াউর রহমান ও হালের সাইফউদ্দিনকে দিয়েও সেই অপূর্ণতা ঘুচানোর চেষ্টা করা হয়েছে। সাময়িক সমাধান হলেও। কেউই দীর্ঘ সময় দলকে পারফরমেন্স উপহার দিতে পারেননি।
এক্ষেত্রে পেস বোলিং অলরাউন্ডার আরিফুলেই সমাধান দেখছেন অনেকে। আন্তর্জাতিক অঙ্গনে মাত্র দুটি ম্যাচ খেলেছেন তিনি। বল হাতে পারফরমেন্স করার সুযোগ না হলেও। শেষ দিকে ব্যাট করতে পেরেছিলেন। এই অলরাউন্ডার আছেন আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রাথমিক দলেও।
এই টাইগার অলরাউন্ডারের ভাবনার পুরোটা জুড়েই আফগানিস্তান সিরিজ। সেখানে সুযোগ পেলে নিজের সর্বোচ্চটা দিয়ে খেলতে চান তিনি। এখনই পরিকল্পনা শুরু করছেন মুজিব-রশিদদের নিয়ে। সোমবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জনিয়েছেন তিনি।

আরিফুল বলেছেন, “আমাদের বিপক্ষে যারা যারা বোলিং করবে, আইপিএলে তাদের খেলা দেখছি। আফগানিস্তানের মুজিব আছে, ওকে আমরা ওইভাবে দেখিনি। রশিদ খানকে বিপিএলে দেখেছি। সব মিলিয়ে ওদের কিভাবে খেলা যায়, তা নিয়ে প্রস্তুতি নিচ্ছি।”
এই টাইগার অলরাউন্ডারের শুরু থেকে মেরে খেলার অভ্যাস নেই। স্ট্রাইক রোটেড করে খেলতে ভালোবাসেন। সেট হয়ে বোলারদের উপর চড়াও হন। এটাই তার বিশিষ্ট। এই মানসিকতাটাই ধরে রাখতে চান তিনি।
আরিফুল জানিয়েছেন, “আমি যখন ব্যাট করতে নামি, শুরুতে চিন্তা করি এক-দুই নিয়ে খেলার। ভাবনা থাকে, বাজে বল পেলে মারব। ডট বলব করব না, স্ট্রাইক বদলাব নিয়মিত। বড় শট আমি চিন্তা করি শেষ দিকে খেলার। চেষ্টা করি শেষ পর্যন্ত টিকে থাকার। শেষের দিকে নিয়ে গেলে, আমি জানি যে দুই-তিন ওভার মেরে খেলতে পারব। চেষ্টা করি মানসিকতা এভাবে রাখার।”