অলরাউন্ডারের সমাধান হতে চান আরিফুল

ছবি:

গেল বিপিএলের পারফর্মেন্স দিয়ে আরিফুল হক জায়গা করে নিয়েছি???েন জাতীয় দলে। জায়গা পেলেও সেটাকে এখনও পাকাপোক্ত করতে পারেননি তিনি।
চলতি বছর ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে অভিষেক হলেও দুই ম্যাচে ব্যাটিং পেয়েও ঝলক দেখানোর সুযোগ পাননি। আর শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টুর্নামেন্টের দলে থাকলেও সুযোগ পাননি খেলার।
তবে পেস বোলিং এই অলরাউন্ডার আছেন আসন্ন আফগানিস্তান এবং উইন্ডিজ সফরের জন্য টাইগারদের ৩১ সদস্যের প্রাথমিক দলে। আসন্ন দুটি সিরিজে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তিনি দলে থাকবেন এটা অনেকখানি নিশ্চিত।

কিন্তু তারপরও দল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে তাকে। আর ডানহাতি এই ব্যাটসম্যান জানিয়েছেন, সুযোগ পেলে এবার সেটাকে কাজে লাগাবেন। নিজের সেরাটাই দিবেন দলের জন্য।
কিন্তু তার প্রথম এবং প্রধান লক্ষ্য হলো সবার আগে জাতীয় দলে নিজের জায়গাটা পাকা করা। নিজেকে একজন অলরাউন্ডার হিসেবে দলে দেখতে চান বলেও জানান তিনি। সোমবার এই অলরাউন্ডার মুখোমুখি হয়েছিলেন সংবাদ মাধ্যমের। সেখানে তিনি বলেন,
“আমার লক্ষ্য হলো জাতীয় দলে থিতু হওয়া। কারণ আমি এখনো থিতু না। আমার যেটা ভূমিকা, সেটা চেষ্টা করব পালনের। হয়তো পরিস্থিতি নির্ভর করবে কোথায় ব্যাট করব, কিভাবে ব্যাট করব। সব সামলেই আসলে আমাকে জাতীয় দলে অলরাউন্ডার হিসেবে পাকাপোক্ত হতে হবে।”
“ঘরোয়াতে বোলিং করি, জাতীয় দলে সে সুযোগ এখনো হয়নি। বিপিএলেও ওইভাবে সুযোগ হয়নি। যদি সুযোগ পাই, আমার আগের সব অভিজ্ঞতা দিয়ে চেষ্টা করব।”