promotional_ad

ক্রিকেটে ফিরছেন অস্ট্রেলিয়ার নিষিদ্ধ ওপেনার

promotional_ad

নিষিদ্ধ হয়েও ক্রিকেট খেলতে পারবেন অস্ট্রেলিয়ার ওপেনার ক্যামেরন ব্যানক্রফট। সোমবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে প্রিমিয়ার ক্রিকেটে খেলার জন্য অনুমতি দেয়া হয় তাকে।


এক বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষ অনুরোধে তাকে সেখানে খেলার অনুমতি দেয়া হয়েছে বলেও জানা গিয়েছে। 


এর আগে ব্যানক্রফটের এই বিষয়টি নিয়ে সেখানকার ক্লাবগুলোর মধ্যে একটি মিটিং হয়। যেখানে অংশ নিয়েছিল মোট ১৬টি ক্লাবের কর্তৃপক্ষরা। এরপরই সেখানে ভোট গ্রহনের মাধ্যমে তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।



promotional_ad

যেখানে ১৪-২ ভোটে জয় লাভ করেন ব্যানক্রফট। প্রায় আধা ঘন্টা ধরে চলে এই মিটিং। যদিও এই মিটিংয়ে উপস্থিত ছিলেন না ব্যানক্রফট নিজেই।


মিটিং চলাকালীন সময় ইওগা করছিলেন তিনি। এমনটাই জানিয়েছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রধান ক্রিস্টিনা ম্যাথিউস। তিনি বলেন,


'অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, অস্ট্রেলিয়ার ডিস্ট্রিক ক্রিকেট কাউন্সিলের মিটিংয়ে সিদ্ধন্ত হয়েছে ব্যানক্রফটকে খেলতে দেয়ার জন্য। প্রিমিয়ার ক্রিকেটের মৌসুমে তাকে মাঠে দেখতে পারবেন আপনারা।' 



উল্লেখ্য যে, চলতি বছর দক্ষিন আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট চলাকালীন সময় বল টেম্পারিংয়ের দায়ে ক্রিকেট থেকে ৯ মাসের জন্য নিষিদ্ধ হন ক্যামেরন ব্যানক্রফট। এছাড়াও স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball