রেনেগেডসে যোগ দিলেন দিল্লী ডেয়ারডেভিলসের অলরাউন্ডার

ছবি:

আসন্ন বিগ ব্যাশের মৌসুমের জন্য দল পাল্টেছেন অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিস্টিয়ান। হোবার্ট হ্যারিকেন্স ছেড়ে মেলবোর্ন রেনেগেডসে যোগ দিয়েছেন তিনি।
জানা গিয়েছে, এক বছরের জন্য রেনেগেডসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই ক্রিকেটার। গেল বছর বিগ ব্যাশে দলকে শিরোপা জেতাতে পারেননি এই অলরাউন্ডার। সেবার রানার্স আপ হয়েছিল তার দল।
এদিকে তাকে দলে পেয়ে উচ্ছ্বসিত রেনেগেডস কোচ আন্ড্রু ম্যাকডোনাল্ড। জানিয়েছেন, যেকোন সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার ক্ষমতা আছে ক্রিস্টিয়ানের মধ্যে। তিনি বলেন,

'ড্যানের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে আমাদের। সে দীর্ঘ সময় ধরে খেলছে এবং দারুণ একজন ক্রিকেটার। টি-টুয়েন্টি ফরম্যাটে অনেক কার্যকারী সে। তাই সব মিলিয়ে তাকে দলে পেয়ে উচ্ছ্বসিত আমরা।
তার মধ্যে ম্যাচের মোড় পাল্টে দেয়ার ক্ষমতা আছে। মিডেল অর্ডারের জন্য অনেক কার্যকারী সে। বল হাতেও সে অনেক ভ্যারিয়েশন আনতে পারে। অনেক অভিজ্ঞ বোলার সে। সে দলে থাকায় টিমের মধ্যে অনেক ভারসাম্য আসছে।'
বর্তমানে রিকি পন্টিংয়ের অধীনে আইপিএল খেলছেন ক্রিস্টিয়ান। দিল্লী ডেয়ারডেভিলসের হয়ে খেলা এই ক্রিকেটার মাত্র চার ম্যাচে সুযোগ পেয়েছেন। যদিও নিজকে মেলে ধরতে পারেননি কোন ম্যাচেই।