সমীকরণের কঠিন ধাঁধায় পাঁচ দল

ছবি:

রাজস্থান রয়্যালসের বিপক্ষে হেরে গিয়ে বিপদে পরেছে তিন বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। টানা কয়েক ম্যাচ জিতে প্লে-অফের স্বপ্ন দেখা মুম্বাই এখন বাদ পরার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।
সমীকরণ বলছে রবিচন্দ্র অশ্বিনের কিংস ইলেভেন পাঞ্জাব আর একটি ম্যাচ জিতলেই শেষ হয়ে যাবে মুম্বাইয়ের প্লে-অফ খেলার স্বপ্ন। তাই সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে টেলিভিশনের পর্দায় চোখ থাকবে মুস্তাফিজ-রোহিতদের।
আর পাঞ্জাব হেরে গেলে সুযোগ থাকছে মুম্বাইয়ের। কারণ পাঞ্জাবের বিপক্ষেই বুধবার মাঠে নামবে তারা। সেই ম্যাচে যে জিতবে সেই এগিয়ে যাবে প্লে-অফের দৌড়ে।

পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে জয় পাওয়ার পর পরের ম্যাচেও জিততে হবে তাদেরকে। আবার পরের ম্যাচে হেরে গেলে প্লে-অফে খেলা হবে না তাদের। তাই নিজেদের শেষ দুই ম্যাচই বাঁচা-মরার ম্যাচ হিসেবে গণ্য হচ্ছে মুম্বাইয়ের জন্য, যদি না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে আজ পরাজিত হয় কিংস ইলেভেন পাঞ্জাব।
এদিকে প্লে অফে যাওয়ার সুযোগ এখনও আছে ভিরাট কোহলিদেরও। আজকের ম্যাচ সহ বাকি ম্যাচগুলো জিততে হবে তাদের এবং চেয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে।
অপরদিকে এখন পর্যন্ত প্লে-অফ নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংস। হায়দ্রাবাদের সামনে সুযোগ রয়েছে টেবিলের এক অথবা দুই নম্বরে থেকে শেষ চারে যাওয়ার। একই সুযোগ থাকছে চেন্নাইয়ের জন্যও।
এছাড়াও কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের সামনেও বড় সুযোগ আছে প্লে-অফে যাওয়ার। কারণ আজকে পাঞ্জাব হেরে গেলে পথ খুলে যাবে তাদের জন্যও। তবে কলকাতার রান রেট মাইনাস হওয়ার কারণে রাজস্থান তাদের থেকে এককদম এগিয়ে আছে।