আব্বাস-শাদাবের বোলিং তোপে বিপর্যস্ত আইরিশরা

ছবি:

পাকিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডের অভিষেক টেস্টের প্রথম দিনটি বৃষ্টিতে ভেসে গেছে। দ্বিতীয় দিনে টসে জিতে বোলিংয়ে নেমে দাপট দেখিয়েছেন আয়ারল্যান্ডের বোলাররাই।রোববার ম্যালাহাইড পার্কে তৃতীয় দিনের আধা সেশন পার হওয়ার পরই ৯ উইকেটে ৩১০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
তারপর, নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দুঃস্বপ্ন পেয়ে বসে আইরিশদের। তারা অল আউট হয়েছে মাত্র ১৩০ রানে। ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ৬৪ রান করে কোনো উইকেট না হারিয়ে তৃতীয় দিন শেষ করেছে আয়ারল্যান্ড।
পাকিস্তানের চেয়ে তারা এখনও পিছিয়ে ১১৬ রানে। ওপেনার এড জয়েস ৩৯ রানে অপরাজিত আছেন। আরেক ওপেনার উইলিয়াম পোর্টারফিল্ড অপরাজিত আছেন ২৩ রানে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ৭ রানের মধ্যেই টপ অর্ডারের ৪ উইকেট হারায় আইরিশরা।

তারপর দলীয় ৩৬ রানে তারা পঞ্চম উইকেট হারায়। একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকা কেভিন ও'ব্রায়েন ব্যক্তিগত ৪০ রান করে আউট হয়েছেন। একসময় অভিষিক্ত টেস্ট দল হিসেবে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ারও শঙ্কা জেগেছিলো।
যা বর্তমানে দখলে আছে দক্ষিণ আফ্রিকার। তারা মাত্র ৮৪ রানেই অল আউট হয়ে গিয়েছিলো অভিষেক টেস্টে। তবে আয়ারল্যান্ডের ডানহাতি ব্যাটসম্যান গ্যারি উইলসন ও বয়েড র্যানকিনের ব্যাটে সেই লজ্জা থেকে রেহাই পায় আয়ারল্যান্ড।
দুজন মিলে দলটিকে ১০০ রানের গন্ডি পার করে দেন। র্যানকিন ১৭ রান করে দলীয় ১০৭ রানে আউট হয়েছেন। আর শেষ ব্যাটসম্যান হিসেবে টিম মুরটাগ ৫ রান করে ফিরলে মাত্র ১৩০ রানেই অল আউট হয় আয়ারল্যান্ড।
উইলসন অবশ্য ৩৩ রানে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। পাকিস্তানের হয়ে ৪ উইকেট নিয়েছেন মোহাম্মদ আব্বাস। লেগ স্পিনার শাদাব খানের দখলে গেছে ৩ উইকেট। মোহাম্মদ আমিরের ঝুলিতে গেছে দুই উইকেট।