সবাইকে ছাড়িয়ে মিরাজ

ছবি:

বাংলাদেশ দলের আসন্ন আফগানিস্তান সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে রোববার শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্প। ক্যাম্পের শুরুতেই টাইগার ক্রিকেটারদের বিপ টেস্ট করানো হয়েছে। সাধারণত একজন পেশাদার ক্রিকেটারের হার্টে কি পরিমাণ অক্সিজেন সঞ্চালিত হয় এটা তারই পরীক্ষা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেঁধে দেয়া মান অনুযায়ী একজন ক্রিকেটারের বিপের পরিমান ১০ হলে ঠিক আছে। এর নিচে নামলেই সমস্যা হয়ে যায়। টাইগার ক্রিকেটারদের মধ্যে বিপ টেস্টে সবচেয়ে বাজে অবস্থা পেসার রুবেল হোসেনের।
রুবেলের বিপের মাত্রা ৮.২। এই পেসারের সাথে বিপের মাত্রা তামিম ইকবাল ও আব্দুর রাজ্জাকেরও কম। তবে, রুবেলের চেয়ে ভালো অবস্থাতেই আছেন তারা। তামিমের বিপ টেস্টের ফলাফল ৯.১৪ আর রাজ্জাকের ৯.৪।

এদিক দিয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ১২.৫ নিয়ে তিনি সবার শীর্ষে। তার পরেই আছেন মুশফিকুর রহিম, সৌম্য সরকার ও সাব্বির রহমান। তাদের বিপের মাত্রা ১২.১। ১২.০নিয়ে তাদের পেছনে মুমিনুল হক ও নাইম হাসান।
বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফির বিপের পরিমান ১০.৩০ ও মাহমুদউল্লাহ রিয়াদের ১১.৫। বিপের পরিমাণ স্বাভাবিকের চাইতে কমে গেলে খেলোয়াড়রা কিছুটা দুর্বল হয়ে পড়েন। তবে এ নিয়ে চিন্তার কিছু নেই।
ঠিকমত খাওয়া দাওয়া এবং ফিজিওদের দেয়া পরামর্শ অনুযায়ী চলতে পারলে এক সপ্তাহের মধ্যেই বিপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। এদিকে বাংলাদেশ দলের দুই তারকা মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান আইপিএলে ব্যস্ত থাকায় তাদের বিপের ফলাফল জানা যায়নি।