ফুটবলে ঝুঁকি দেখছেন মারিও

ছবি:

বাংলাদেশ দলের সাথে এরই মধ্যে চার বছর কেটে গেছে ট্রেনার মারিও ভিল্লারারায়েনের। এরই মধ্যে বাংলাদেশ দলে এসেছে অনেক বড় পরিবর্তন। আন্তর্জাতিক আঙ্গিনায় নিজেদের শক্ত মাটি পেয়েছে টাইগাররা।
বাংলাদেশ দলে যোগ দেয়ার পর খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কাজ করতে খুব একটা আগ্রহ দেখেননি তিনি। তবে বর্তমানে মানসিকতার বড় পরিবর্তন এসেছে। ক্রিকেটাররা এখন নিজেদের তাগিদ থেকেই ফিটনেসের ট্রেনিং করছেন।
সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে ভিল্লাভারায়েন জানিয়েছেন অনেক পরিশ্রম ও প্রচেষ্টায় এসেছে আজকের এই সুদিন। অনেক কঠিন পথ পাড়ি দিয়েছেন তিনি। আর আশা করছেন তিনি না থাকলেও এপথেই থাকবেন ক্রিকেটাররা,

‘শুরুতে অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। ওদেরকে বোঝাতে হয়েছে কেন এটা ভীষণ জরুরি। সেই পরিশ্রমের ফল মিলতে শুরু করেছে। সবাই এখন অনেক সচেতন। আমি তো আজীবন এখানে থাকব না। তবে আশা করি, আমি যাওয়ার পরও ওরা এমনই থাকবে।’
ফিটনেস ট্রেনিংয়ে খেলোয়াড়রা গা গরম করতে ফুটবল খেলে থাকেন। আর সাম্প্রতিক সময়ে তা বড় আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্রিকেটারই ফুটবল খেলতে গিয়ে ইনজুরি পড়েছেন। ফলে ক্রিকেটারদের ফুটবল খেলায় তিনিও ঝুঁকি দেখছেন। তবে জাতীয় দলের ক্যাম্পে এই ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছে তিনি। তবে, এই ব্যাপারে ক্রিকেটারদেরই দায়িত্ব নিতে হবে বলে জানালেন তিনি,
‘যখন আমি থাকি, তখন আমি একটি গাইডলাইন ঠিক করে দেই যে এভাবে খেলতে হবে। যেন বিশৃঙ্খলভাবে না খেলে। এজন্যই জাতীয় দলে খেলার সময় ফুটবলে বড় কোনো ইনজুরি গত চার বছরে হয়নি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে বা অন্য জায়গায় তো আমি দেখভাল করতে পারব না। অবশ্যই এখানে ঝুঁকি আছে। দায়িত্বটি ক্রিকেটারদের নিজেদেরই নিতে হবে। নিজের ভালো বুঝতে হবে।’