promotional_ad

টাইগারদের মানসিক পরিবর্তনে তৃপ্ত ভিল্লাভারায়েন

promotional_ad

আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে রবিবার। অনুশীলনের প্রথম দিনই ফিটনেসের পরীক্ষা দিতে হয়েছে টাইগার ক্রিকেটারদের।


জাতীয় দলে ক্যাম্পে থাকা ক্রিকেটারদের মধ্যে প্রায় সবাই, সম্প্রতি ব্যস্ত সময় কাটিয়েছে ঘরোয়া ক্রিকেটে। লীগ শেষ হওয়ার পর মাঝে এক মাসের বিশ্রাম পেয়েছিলেন তারা। তারপরও বেশ কয়েকজন টাইগার ক্রিকেটার নিজ উদ্যোগে ফিটনেস নিয়ে কাজ করেছেন।


এটাকেই বড় করে দেখছেন বাংলাদেশ দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েন। তিনি টাইগার ক্রিকেটারদের মধ্যে মানসিক বড় পরিবর্তন লক্ষ্য করছেন। আর এটাই তৃপ্তি দিচ্ছে তাকে। রবিবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে ভিল্লাভারায়েন বলেছেন,



promotional_ad

‘(মানসিকতায়) বিশাল পরিবর্তন হয়েছে, অনেক বড় পরিবর্তন। আজকে সকালেই আমি ছেলেদের বলছিলাম, চার বছর হয়ে গেল। ২০১৪ সালের মে মাসে এসেছিলাম। দারুণ চারটি বছর কাটল। অনেক বদল এসেছে। এবারই যেমন কলম্বোতে ছুটি কাটানোর সময় আমি জানতে পারলাম, তামিম নিজের তাগিদেই ফিটনেস ট্রেনিং করছে। আরও অনেকেই নিজে থেকে করছে। এসব আমাকে দারুণ তৃপ্তি দিয়েছে।'


২০১৪ সালে বাংলাদেশ দলের ট্রেনার হিসেবে যোগ দিয়েছিলেন এই লঙ্কান। শুরু থেকেই তিনি চেয়েছিলেন খেলোয়াড়দের মাঝে নিজ তাগিদে ফিটনেসের ট্রেনিং করার অভ্যাস গড়তে। এই জায়গায় সফল হয়েছেন তিনি। দীর্ঘ চার বছর পর খেলোয়াড়দের মাঝে এর প্রতিফলন লক্ষ্য করছেন ভিল্লাভারায়েন।


'আমি যখন এখানে এসেছিলাম, ঠিক এমনটিই চেয়েছিলাম। চেয়েছিলাম যে মূল দায়িত্বটি ক্রিকেটারদেরই নিতে হবে এবং নিজের তাগিদে ফিটনেস ট্রেনিংয়ের অভ্যাস গড়তে হবে। সেই কারণেই বলছি, ছেলেদের মানসিকতায় অনেক উন্নতি হয়েছে।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball