অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে মুম্বাই

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ৪৭ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাইয়ের।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। ইতিমধ্যে এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান দলপতি আজিঙ্কা রাহানে। ফলে আগে ব্যাটিংয়ে নামবে মুম্বাই।

মুম্বাই আজ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। আজও দলটির একাদশে জায়গা হয়নি টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের।
রাজস্থান রয়্যালস (একাদশ): জস বাটলার (উইকেটরক্ষক), ডি আর্কি শর্ট, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), সঞ্জু স্যামসন, বেন স্টোকস, স্টুয়ার্ট বিনি, জফ্রা আর্চার, কৃষ্ণপ্পা গোতম, শ্রেয়াশ গোপাল, জয়দেব উনাদকাট, ধাওয়াল কুলকার্নি।
মুম্বাই ইন্ডিয়ানস (একাদশ): সূর্যকুমার যাদব, এভিন লুইস, রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, বেন কাটিং, জিন-পল ডুমিনি, মিচেল ম্যাকক্লেনাঘান, মায়াঙ্ক মারকান্দে, জাসপ্রিত বুমরাহ।