মিলনে না মুস্তাফিজ?
ছবি:

প্লে-অফের টিকিট পেতে গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে জয় পেলেই প্লে-অফের দৌড়ে আরও এক পা এগিয়ে যাবে তিন বারের চ্যাম্পিয়নরা।
তাই ম্যাচটিকে গুরুত্বের সাথে নিচ্ছে মুম্বাই। আইপিএলের শুরুতে ম্যাচ জিততে না পারলেও শেষ চার ম্যাচে জয়ের ধারায় ফিরেছে রোহিত শর্মা-সূর্য কুমার জাদভরা।
দলের ক্রিকেটাররাও পারফর্ম করে যাচ্ছেন নিজেদের প্লে-অফে নিয়ে যাওয়ার জন্য। তাই রাজস্থানের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচেও নিজেদের সেরাটা দিয়েই মাঠে নামবে রোহিত শর্মার দল।

যদিও ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া মনে করেন রাজস্থানের বিপক্ষে মুম্বাইয়ের উচিত একাদশে বাড়তি একজন পেসার নিয়ে মাঠে নামা।
দক্ষিন আফ্রিকার ব্যাটসম্যান জে পি ডুমিনিকে বসিয়ে মুম্বাই একাদশে বাড়তি পেসার চান তিনি। ওয়ানখেড়ের উইকেটের কথা বিবেচনা করেই এমন মন্তব্য করেছেন তিনি।
আর মুম্বাই যদি আকাশ চোপড়ার মত চিন্তা ভাবনা করে মাঠে নামেন তাহলে আজকের ম্যাচে একাদশে ফিরতে পারেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের পাশাপাশি অ্যাডাম মিলনেকেও পরখ করে দেখতে পারে তিন বারের চ্যাম্পিয়নরা। আকাশ চোপড়া জানান,
'ব্যাক্তিগত ভাবে আমি চাই মুম্বাইয়ের একাদশে একজন বাড়তি বোলার খেলুক। তারা চাইলে ডুমিনিকে বসিয়ে সেটা করতে পারে। কারণ ওয়ানখেড়ের উইকেটে বোলাররা সুবিধা পায়। আর এই উইকেটে একজন বাড়তি বোলার তাদের একাদশে থাকলে খারাপ হবেনা।'
উল্লেখ্য যে, রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আজিঙ্কা রাহানের রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে জিতলে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে উঠে আসবে মুম্বাই।