promotional_ad

যোগ্য শুধু মুস্তাফিজই- শাহাদাত

promotional_ad

টেস্টে বাংলাদেশের যাত্রা শুরু হওয়ার পর মাশরাফি-শাহাদাত রাজিবরা ছিলেন দলের নিয়মিত বোলার। দেশের হয়ে ৫০'র উপর উইকেটও নিয়েছেন তারা।


কিন্তু ইনজুরিতে পরে মাশরাফি ছেড়েছেন টেস্ট ক্রিকেট। আর বিতর্কে জড়িয়ে দল থেকে বাইরে আছেন শাহাদাত হোসেন রাজিব। মাঝের সময়ে অনেকেই এসেছেন বাংলাদেশ দলে।


কিন্তু ওয়ানডে বা টি-টুয়েন্টি ফরম্যাটে তারা নিজেদের মেলে ধরতে পারলেও টেস্টে আলো ছড়াতে পারেননি। বর্তমান সময়ে বোলার হিসেবে টেস্টে নিয়মিত খেলে যাচ্ছেন মুস্তাফিজ-তাসকিনরা। 


তবে জাতীয় দলের পেসার শাহাদাত হোসেন রাজিব মনে করেন, টেস্টের জন্য এখনও বাংলাদেশ কোন বোলার পায়নি। শুধু মাত্র মুস্তাফিজের মধ্যে টেস্টের বোলার হওয়ার গুনাগুণ আছে বলেও মনে করেন তিনি। রাজিব বলেন,



promotional_ad

‘আমি কাউকে ছোট করার জন্য বলছি না। টেস্ট খেলার মতো পেসার যে নেই তাও নয়, আছেন অনেকেই। কিন্ত আমার কাছে মনে হয় শুধু মোস্তাফিজের মধ্যে টেস্ট বোলার হওয়ার সব গুণাগুণ আছে। 


টেস্টে শুধু জোরে বল করলে বা ইয়র্কার দিলে ভালো পেস বোলার হয় না। টেকনিকগুলো প্রয়োগ করতে হয়, যা আছে মোস্তাফিজের মাঝে। সবচেয়ে বড় কথা ওর মধ্যে আগ্রাসনটা আছে যা কি না একজন টেস্ট পেসারের মধ্যে থাকা উচিত।


যা মাশরাফি ভাই, তাপস ভাইদের মধ্যে ছিল। টেস্টে নিজেকে উজার করে দিতে হয়। আশা করি ও (মোস্তাফিজ) ফিট থাকলে অনেক দূর যাবে।’ 


এদিকে টি-টোয়েন্টি ক্রিকেটও টেস্টে পেসারদের ক্ষতি করছে বলে মনে করেন শাহাদাত হোসেন। তাই ক্রিকেটারকে টেস্টে যদি নিয়মিত হতে হয় নিজেদেরকে ফিট করে তুলতে হবে বলে মনে করেন রাজিব। তার ভাষায়, 



‘একটা সময় ছিল টেস্ট আর ওয়ানডে। অনেক পেসারই ছিল যারা শুধু টেস্টেই খেলতো। যেমন আমি কিন্তু বেশি টেস্টই খেলেছি। তাই চিন্তা ছিল ভালো না করলে বাদ পড়তে হবে। এখন পেসাররা চিন্তা করে টেস্ট না খেললে ওয়ানডে আছে, টি-টোয়েন্টি আছে।


আবার অনেকেই ইনজুরির ভয়ও পায়। যদি ইনজুরিতে পরে তখন ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা হবে না। আমি মনে করি কিছুটা হলেও টি-টোয়েন্টি ক্রিকেট টেস্টের পেস বোলারদের ওপর প্রভাব ফেলেছে।’ 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball