অভিষেকেই পাকিস্তানকে কাঁপাচ্ছে আয়ারল্যান্ড

ছবি:

আয়ারল্যান্ডের ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্টের উত্তেজনাতে বাঁধ সেধেছিল বেরসিক বৃষ্টি। বৃষ্টির কারণে প্রথম দিনে একটি বলও মাঠে গড়ায়নি। দ্বিতীয় দিনে অভিষেক হয়েই গেলো আইরিশদের। ডাবলিনের ম্যালাহাইড মাঠে এদিন আয়ারল্যান্ডের ইতিহাসের প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে টস করেছেন উইলিয়াম পোর্টারফিল্ড।
টস আয়ারল্যান্ডের পক্ষেই গেছে। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দলটি। দিন শেষে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক বলেই প্রমাণ করেছেন আয়ারল্যান্ডের বোলাররা। ৬ উইকেট হারিয়ে ২৬৮ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে পাকিস্তান।
শুরুর অবস্থা আরও খারাপ ছিলো পাকিস্তানের, তারা মাত্র ১৩ রানেই দুই ওপেনার আজহার আলী ও অভিষিক্ত ইমাম উল হকের উইকেট হারায়। আজহার মাত্র ৪ রান করে বয়েড র্যানকিনের শিকার হওয়ার পর ৭ রান করা ইমামকে ফিরিয়েছেন জেমস মারটাঘ।

দ্রুত দুই উইকেট হারানো পাকিস্তানকে টেনে তোলার চেষ্টা করেছিলেন হারিস সোহেল ও আসাদ শফিক। দুজনের ৫৮ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় সামলে উঠলেও হারিসের (৩১) ফিরে যাওয়ার কিছুক্ষণ পর বাবর আজমও (১৪) আউট হলে আবারও বিপর্যয়ে পড়ে পাকিস্তান।
সেই চাপেই ৬২ রান করে ফিরেন আসাদ শফিক। সেই বিপদ থেকে টেনে তুলতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক সরফরাজ আহমেদও (২০)। তবে শাদাব খান ও ফাহিম আশরাফ সপ্তম উইকেটে ১০৯ রান যোগ করলে বেশ ভালো ভাবেই দিনটি পার করেছে পাকিস্তান।
দিন শেষে তরুণ অলরাউন্ডার শাদাব খান ৫২ ও ফাহিম আশরাফ ৬১ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। আয়ারল্যান্ডের হয়ে ২ টি করে উইকেট দখল করেছেন বয়েড র্যানকিন, জেমস মারটাঘ ও স্টুয়ার্ট থম্পসন।