ইংল্যান্ডে রাজত্ব করবে কোহলিঃ ভেংসরকার

ছবি:

সারা বিশ্ব মাতিয়ে বেড়ানো ভিরাট কোহলি ইংল্যান্ডে খেলতে গেলেই নিজেকে মেলে ধরতে পারেন না। ২০১৪ সালে ইংল্যান্ডে শেষবার খেলতে গিয়ে লজ্জায় ডুবেছিলেন তিনি।
সেবার ১০ ইনিংসে মাত্র ১৩৪ রান এসেছিল তার ব্যাট থেকে। কিন্তু নিজেকে প্রমাণ করার সুযোগ রয়েছে ডানহাতি এই ব্যাটসম্যানের সামনে।
৪ বছর পর আবারও ইংল্যান্ডে যাচ্ছে ভারতীয় দল। এবারও পাঁচ ম্যাচের সিরিজ খেলবে তারা। আর এবার ভারতের অধিনায়ক হিসেবে ইংল্যান্ড যাচ্ছেন কোহলি।

আর ভারতের সাবেক নির্বাচক দিলীপ ভেংসরকার মনে করেন আসন্ন সিরিজে ইংল্যান্ড মাতাবেন কোহলি। সম্প্রতি এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, ইংল্যান্ডে এবার রাজত্ব করবে কোহলি। তিনি বলেন,
'বর্তমান সময়ে বিশ্বের সেরা ব্যাটসম্যান কোহলি। বিগত চার বছরে সে নিজেকে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাই তার কাছে আমরা অনেক কিছু আশা করে থাকি।
আর আসন্ন ইংল্যান্ড সিরিজ তার জন্য বড় পরীক্ষা। আমার বিশ্বাস সে এবার অনেক ভালো করবে। আমি আশাবাদি এবার সে ইংল্যান্ডে রাজত্ব করবে।'