ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন সরফরাজ!

ছবি:

২০১৭ সালের অক্টোবরে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান। সিরিজের তৃতীয় ওয়ানডের আগে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেন সংযুক্ত আরব আমিরাতের ক্লাব কোচ ইরফান আনসারি।
বিষয়টি নিয়ে চুপ থাকেননি সরফরাজ। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী এই অধিনায়ক তৎক্ষণাৎ বিষয়টি বোর্ডকে জানিয়ে দেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছিল এতদিন।

তবে বৃহস্পতিবার দিন জানা গেলো আসলেই এমন ঘৃণিত কাজ করেছিলেন সংযুক্ত আরব আমিরাতের কোচ। বিষয়টিতে হস্তক্ষেপ করেছে স্বয়ং আইসিসি। আর তদন্তে পাওয়া যায়, সরফরাজকে সত্যিকার অর্থেই প্রলুব্ধ করার চেষ্টা করেছিলেন ইরফান।
এক্ষেত্রে আইসিসির তিনটি ধারা বিনষ্ট করেছেন তিনি। তাকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে আইসিসি। সঙ্গে আগামী ১৪ দিনের মধ্যে আইসিসির শুনানিতে হাজিরা দিতে বলেছে।
উল্লেখ্য, পাকিস্তান বংশোদ্ভূত ইরফান আনসারি বেশ কয়েকবছর ধরেই সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। সেখানকার বেশ কিছু ক্লাবকে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার।