মাশরাফির দলে এক ঝাঁক বিদেশী তারকা

ছবি:

গেল বছর বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) শিরোপা ঘরে তুলেছিল মাশরাফি বিন মোর্তজার রংপুর রাইডার্স। তার পরই রংপুর রাইডার্স কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছিল যে আগামী মৌসুমের জন্য তারা মাশরাফি এবং গেইলকে ধরে রাখবেন।
আর হয়তো সেটাই সত্যি হতে চলেছে। এক সূত্র থেকে জানা গিয়েছে শুধু গেইল-মাশরাফি নয় ষষ্ট আসরের জন্য ব্রেন্ডন ম্যাককালামকেও ধরে রেখেছে দলটি।
জানা গিয়েছে এই তিনজনের পাশাপাশি আরও ৫জন বিদেশী ক্রিকেটারের সঙ্গে ইতিমধ্যে চুক্তিও সেরে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

গেইল-ম্যাককালাম ছাড়াও লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরাকেও আসন্ন মৌসুমের জন্য ফের দলে ভিড়িয়েছে দলটি। গত মৌসুমে রংপুরের নিয়মিত সদস্য ছিলেন এই লঙ্কান।
এছাড়াও গেল মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে খেলা কিউই ব্যাটসম্যান কলিন মুনর এবং পাকিস্তানী পেস বোলার হাসান আলীকেও দলে টেনেছে মাশরাফিরা।
এছাড়াও পাকিস্তানি লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব খানও থাকছেন আসন্ন মৌসুমে রংপুরে। পাশাপাশি গেল মৌসুমে চিটাগাং ভাইকিংসের হয়ে বিপিএল মাতানো সাবেক কিউই উইকেট রক্ষক লুক রঞ্চিও নাকি রংপুরের জার্সিতে বিপিএল মাতাবেন।
তবে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ থেকে ক্রিকেটারদের দলে ভেড়ানোর ব্যাপারে কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কিন্তু বিশ্বস্ত এক সূত্র থেকে নিশ্চিত বিষয়গুলো নিশ্চিত হওয়া গিয়েছে।