সবাইকে ছাড়িয়ে লিটন

ছবি:

কিছুদিন আগেই শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। আসরে শিরোপা জিতেছে দক্ষিণাঞ্চল। তবে আসরে সবচেয়ে বেশি রান করেছে পূর্বাঞ্চলের ব্যাটসম্যান লিটন দাস।
ডানহাতি এই ব্যাটসম্যান ছয়টি ম্যাচে মোট ১০ ইনিংস খেলে করেছেন ৭৭৯ রান। গড় রান ৯৭.৩৭। আসরে একটি ডাবল সেঞ্চুরি ছাড়াও দুইটি সেঞ্চুরি করেছেন তিনি। এছাড়াও রয়েছে তিনটি হাফ সেঞ্চুরির ইনিংস।

ঘরোয়া লীগে বরাবরই দ্যুতি ছড়িয়ে দেন তুষার ইমরান। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের এই ক্রিকেটার ছয়টি ম্যাচে মোট ৯ ইনিংস ব্যাট করে করেছেন ৭২৫ রান। ৯০.৬২ গড়ে আসরের সর্বোচ্চ (৪ টি) সেঞ্চুরি করেছেন তিনি।
তার ব্যাট থেকে এসেছে তিনটি হাফ সেঞ্চুরিও। এই তালিকায় তিনে আছে ওয়ালটন মধ্যাঞ্চলের ওপেনার সাদমান ইসলাম। সমান ছয়টি ম্যাচে আট ইনিংস খেলে তিনি করেছেন ৬২.৫০ গড়ে ৫০০ রান। দুইটি সেঞ্চুরির সাথে তিনি করেছেন তিনটি হাফ সেঞ্চুরি।
এছাড়া উত্তরাঞ্চলের ব্যাটসম্যান মিজানুর রহমান করেছেন ৪৮.৭৭ গড়ে ৪৩৯ রান। দুইটি সেঞ্চুরির পাশাপাশি একটি সেঞ্চুরি করেছেন তিনি। ৫১.১২ গড়ে মুমিনুল হক করেছেন ৪০৯ রান, তালিকায় আছেন পাঁচ নম্বরে।