সেঞ্চুরি বন্যার টুর্নামেন্ট বিসিএল

ছবি:

সেঞ্চুরির দিক দিয়ে আগের সব বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) আসরকে পেছনে ফেলেছে এই মৌসুমের বাংলাদেশ ক্রিকেট লীগ। সর্বমোট ৩৮টি সেঞ্চুরি হয়েছে সদ্য সমাপ্ত বিসিএলে।
যা গেল বারের বিসিএলের থেকে ১৫টি বেশী। আর ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশী সেঞ্চুরি হাঁকানোর দিক দিয়ে সব থেকে এগিয়ে আসেন ব্যাটসম্যান তুষার ইমরান। মোট ৪টি সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
যদিও এর আগের আসরে নাইম ইসলামও তার সমান সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেবার ২৩ সেঞ্চুরির বিসিএলে ৪ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।

আর বিসিএলের সর্বপ্রথম আসরে সেঞ্চুরির সংখ্যা ছিল মাত্র নয়টি। ২০১২-১৩ মৌসুমে সর্বোচ্চ ২টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ব্যাটসম্যান মার্শাল আইয়ুব।
এরপরের আসরে হয়েছে ১২টি সেঞ্চুরি। ২টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ফরহাদ হোসেন। ততৃতীয় আসরেও সেঞ্চুরির সংখ্যা ছিল মোট ১২টি। সবচেয়ে বেশী সেঞ্চুরির মালিক ছিলেন তরুণ মোসাদ্দেক।
অবশ্য এরপরের মৌসুমে তার আগের মৌসুমের দ্বিগুণ সেঞ্চুরি হয়েছিল। টাইগার ব্যাটসম্যান অলক কাপালি সেবার ৩টি সেঞ্চুরি হাঁকিয়ে নজর কেড়েছিলেন সবার।