মুখোমুখি বিপিএল-এপিএল

ছবি:

সব দেশের মত আফগানরাও তাদের নিজস্ব টি-টুয়েন্টি লীগ চালু করতে যাচ্ছে। আর আসন্ন এই লীগটির নাম আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল)।
জানা গিয়েছে চলতি বছরই মাঠে গড়াবে আসন্ন এই লীগটি। সব কিছু ঠিক থাকলে অক্টোবরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের দিকে শুরু হবে এপিএল।
আসন্ন লীগটির সবকটি ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শুকুরুল্লাহ আতিফ মাশাল শুক্রবার জানিয়েছেন,বেশ কয়েকজন ক্রিকেটার লীগটিতে অংশ নেয়ার জন্য আগ্রহ দেখিয়েছে। তিনি বলেন,

'৪০ জন আন্তর্জাতিক ক্রিকেটার এই টুর্নামেন্ট খেলার আগ্রহ দেখিয়েছে। মোট পাঁচ দল নিয়ে শুরু হবে আসর।'
এদিকে শুকুরুল্লাহ আরও আশাবাদী যে বিদেশী বড় বড় ক্রিকেটাররাও এই লীগে অংশ নিবেন। যাদের উপস্থিতি এই টুর্নামেন্টকে আরও জনপ্রিয় করবে। তিনি আরও জানান,
‘বিদেশি ক্রিকেটারদের কাছে আমরা কৃতজ্ঞ। আফগানিস্তানের ক্রিকেটকে পরবর্তী পর্যায়ে নিতে যেতে তারা সাহায্য করছেন।’
এদিকে আফগানদের এই লীগের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লীগ। কারণ চলতি বছরের অক্টোবরেই বিপিএলের ষষ্ট আসর মাঠে গড়ানোর কথা।
যদি দুটি লীগ একসাথে হয় তাহলে বেশ কয়েকজোন বিদেশী ক্রিকেটার হারানোর পাশাপাশি আর্থিক ক্ষতির মুখেও পড়তে হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লীগকে।