পরিবর্তন আসছে মুম্বাই একাদশে?

ছবি:

মুম্বাই ইন্ডিয়ান্স দলের গুরুত্বপূর্ণ সদস্য ক্যারিবিয়ান হার্ড হিটিং অলরাউন্ডার কাইরন পোলার্ড। আইপিএলের দ্বিতীয় মৌসুম থেকে দলের সঙ্গে আছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
এমনকি ১১তম আসরের জন্য তাকে ধরেও রেখেছিল দলটি। কিন্তু চলতি আইপিএলে দলের আস্থার প্রতিদান দিতে পারছেন না তিনি। দলের হয়ে ৬ ম্যাচ খেলে এই মৌসুমে করেছেন মাত্র ৬৩ রান।
ফর্মে না থাকার পাশাপাশি দলের প্রয়োজনে নিজেকে মেলে ধরতে পারছেন না পোলার্ড। যেকারণে হয়তো চেন্নাইয়ের বিপক্ষে একাদশ থেকে বাদ পড়তে পারেন তিনি।

তবে অধিনায়ক রোহিত শর্মা তার উপর অনেক আস্থা রাখেন। সেক্ষেত্রে শনিবার হয়তো নিজেকে প্রমাণ করার জন্য আরও একটি সুযোগ পেতেও পারেন তিনি।
এদিকে মুম্বাইয়ের একাদশে পরিবর্তন এলে পোলার্ডে পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন অজি পেস বোলিং অলরাউন্ডার বেন কাটিং। চলতি আইপিএলে মাত্র এক ম্যাচে মুম্বাইয়ের হয়ে মাঠে নেমেছেন কাটিং।
যদিও সেই ম্যাচে নিজের সেরাটা দিতে পারেননি এই ডানহাতি পেসার। তবে ২০১৬ সালে হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করার পেছনে অন্যতম অবদান ছিল তার। এমনকি সেবার ফাইনালে ম্যাচ সেরাও হয়েছিলেন এই ডানাহতি।
তাই সব মিলিয়ে অফ ফর্মে থাকা পোলার্ডকে বসিয়ে বেন কাটিংকে একাদশে রেখে পরখ করে দেখতে পারে রোহিত শর্মার দল। পুনের মাঠে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।