সাকিবদের বোলিং ইউনিটের প্রশংসায় হরভজন
ছবি:

স্কোরবোর্ডে স্বল্প পুঁজি তুলেও ম্যাচ জেতা সম্ভব। আর পর পর দুই ম্যাচে সেটার প্রমাণ দিয়েছে সাকিব আল হাসান-কেন উইলিয়ামসনদের সানরাইজার্স হায়দ্রাবাদ।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাত্র ১১৮ রানের পুঁজি পাওয়ার পর ৩১ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছিল সাকিবরা। আর নিজেদের শেষ ম্যাচে তো পাঞ্জাবকে উড়িয়ে দিয়েছে দলটি।
জয়ের স্বপ্ন দেখা পাঞ্জাব ১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করছিল। ৫৫ রান পর্যন্ত কোন উইকেট না হারানো রবিচন্দ্র অশ্বিনের দল সেদিন অল আউট হয়েছে ১১৯ রানে।

শুধু এই দুই ম্যাচেই নয় নিজেদের প্রথম তিন ম্যাচেই প্রতিপক্ষকে ১৫০'র নীচে আটকে দিয়েছে হায়দ্রাবাদের বোলাররা। বলতে গেলে চলমান আইপিএলের সেরা বোলিং উইনিট কেন উইলিয়ামসনের দল।
শেষ দুই ম্যাচে অসাধারণ অধিনায়কত্ব করেছেন উইলিয়ামসন। এমনকি দলের বোলাররা নজরকাড়া পারফর্ম করে বাকি ম্যাচগুলোর জন্য প্রতিপক্ষ দলের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে।
আর উড়তে থাকা সাকিবদের বোলিং ইউনিটের প্রশংসা করেছেন চেন্নাই সুপার কিংসের স্পিনার হরভজন সিং। রশিদ-সাকিবরা আইপিএলে দারুণ বোলিং করছে জানিয়ে টিভি চ্যানেল স্পোর্টসতাককে তিনি বলেন,
এবারের আইপিএলে আমাদের দল ছাড়া (চেন্নাই) বেশ কয়েক দলের খেলা দেখতে ভালো লাগে। বিশেষ করে ব্যাটিং এর দিক থেকে এবি ডি ভিলিয়ার্স ও ভিরাট কোহলির ব্যাটিং উপভোগ করার মত।
হায়দ্রবাদ বোলিং ভালো করছে। তাদের দেখতে ভালো লাগে। রাশিদ-সাকিবরা এবারের আইপিএলে দারুন বোলিং করছে।