promotional_ad

আইপিএলে মুস্তাফিজ ভীতি কেটে গেছে?

promotional_ad

মুস্তাফিজুর রহমান, জাস্প্রিত বুমরাহ, মিচেল ম্যাকক্লেনাগানের মত বিশ্ব মাতানো বোলাররা দলে থাকা সত্ত্বেও চলতি আইপিএলে নিজেদেরকে মেলে ধরতে পারছেনা গেল আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।


ছয় ম্যাচের পাঁচটিতে হেরে টেবিলের তলানীতে আছে রোহিত শর্মার দল। এই ছয় ম্যাচের মধ্যে ৪টিতেই শেষ ওভারে গিয়ে হারতে হয়েছে তিন বারের আইপিএল চ্যাম্পিয়নদের। 


তবে মুম্বাই চাইলে এখনও ঘুরে দাঁড়াতে পারে। নিজেদের শতভাগের বেশী দিয়ে খেলতে হবে তাদের। এমনকি হাতে থাকা সব ম্যাচেই প্রায় জিততে হবে মাহেলা জয়াবর্ধনের শিষ্যদের।



promotional_ad

কিন্তু টানা ১০ আইপিএল মুম্বাইয়ের জার্সিতে খেলা স্পিনার হরভজন সিং মনে করেন মুম্বাইয়ের দলে এবার মুস্তাফিজ-বুমরাহ থাকলেও তাদের বোলিং তাকে প্রভাবিত করতে পারছেনা। 


মুম্বাই ছেড়ে চেন্নাইয়ে যোগ দেয়া ডান হাতি এই স্পিনার আরও জানান, বুমরাহ এবং মারকান্ডে ছাড়া আর কোন বোলার প্রতিপক্ষের মনে ভয় সৃষ্টি করতে পারছেনা। 


শুধু তাই নয় টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকেও তারা সহজেই খেলছে। ভারতের জার্সিতে টেস্টে ৪০০ উইকেট নেয়া এই স্পিনার জানান, 



মুম্বাইয়ের বোলিং খুব ভালো মনে হচ্ছে না। যে কোন স্কোর ডিফেন্ড করার মত সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলা যায়। মায়াঙ্ক মারকান্ডে উইকেট পেয়েছে।


মারকান্ডে ও জাসপ্রিত বুমরাহ ছাড়া এমন কোন বোলার নেই যারা প্রতিপক্ষের মনে ভীতি সৃষ্টি করতে পারে। দলে উইকেট নেয়ার মত বোলার নেই। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball