প্রতিশোধের অপেক্ষায় মুস্তাফিজ-রোহিতরা

ছবি:

মুম্বাই-চেন্নাইয়ের ম্যাচ দিয়েই পর্দা উঠেছিলো চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১১তম আসরের। যদিও ম্যাচেটিতে মুম্বাইয়ের মাঠে শেষ হাসি হেসেছিল মহেন্দ্র সিং ধোনির দল।
শেষ ওভারে এসে দুই বল বাকি থাকটে জয় তুলে নেয় চেন্নাই। তবে সেই হারের প্রতিশোধ নিতেই ফিরতি লেগে আবারও চেন্নাইয়ের মুখোমুখি হচ্ছে মুস্তাফিজরা।
পুনেতে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি। এখন পর্যন্ত চলমান আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই। নিজেদের ৬ ম্যাচের ৫টিতে জিতে টেবিলের শীর্ষে আছে দলটি।
তাই ফর্মের তুঙ্গে থাকা দলটির বিপক্ষে জয় পেতে হলে দারুন কিছু উপহার দিতে হবে মুম্বাইকে। এখান থেকে আর মাত্র ৩টি ম্যাচ জিতলেই শেষ-চারের জায়গা অনেকখানি নিশ্চিত হয়ে যাবে ধোনিদের।

তবে চেন্নাইয়ের জন্য কাজটা সহজ হলেও মুম্বাইয়ের জন্য চিত্রটা ঠিক উল্টো। গেলবারের চ্যাম্পিয়নরা এবার খুব বাজে সময় পার করছে। মুস্তাফিজ-বুমরাহ থাকা সত্ত্বেও শেষ ওভারে গিয়ে ৪টি ম্যাচে হেরেছে তারা।
আর পয়েন্ট টেবিলের তলানীতে আছে দলটি। সেখান থেকে উঠে এসে শেষ চার নিশ্চিত করা খানিকটা কঠিনই বলা যায় তাদের জন্য। মূলত শনিবারের লড়াইটা টেবিলের শীর্ষে এবং তলানীতে থাকা দুই দলের মধ্যে।
এদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে চাইবে চেন্নাই। উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামতে চাইবে ধোনিরা। অন্যদিকে জয়ের ধারায় ফিরতে দুই একটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে মুম্বাই।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশঃ শেন ওয়াটসন, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), স্যাম বিলিংস, রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, হরভজন সিং, দীপক চাহার, শার্দূল ঠাকুর, ইমরান তাহির
মুম্বাই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশঃ সূর্যকুমার যাদব, এভিন লুইস, ইশান কিশান, রোহিত শর্মা (অধিনায়ক), ক্রুনার পান্ডেয়া, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডেয়া, মিচেল ম্যাকক্লেনাগান, মায়াঙ্ক মারকান্ডে, জসপ্রিত বুমরা, মুস্তাফিজুর রহমান