promotional_ad

মাশরাফির চোখ ২০১৯ বিশ্বকাপে

promotional_ad

ইংল্যান্ডের মাটিতে ২০১৯ সালে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ বিশ্বকাপ হবে। ফরম্যাটের কারনেই বিশ্বকাপটি প্রতিটি দলের জন্য কঠিন হবে বলে দাবী বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। 


মাত্র দশ দলের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে চার দল সেমিফাইনালে খেলবে বিধায় আসরটি ব্যাপক প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট উপহার দিবে। সর্বশেষ ১৯৯২ সালে এই ফরম্যাটে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। সেবার শিরোপা জিতেছিল ইমরান খানের পাকিস্তান।


আসন্ন বিশ্বকাপ নিয়ে টাইগার কাপ্তান মাশরাফি বলেছেন, 'আমি মনে করি ফরম্যাটের বিশ্বকাপটি বেশ প্রতিযোগিতাপূর্ণ হবে। এই প্রথম মনে হয় প্রায় প্রতিটি দলই শেষ চারে খেলার মত অবস্থা তৈরি হবে। যে কোন দল নিজেদের দিনে যে কোন প্রতিপক্ষকে হারাতে পারে।'



promotional_ad

ইংল্যান্ড বিশ্বকাপে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সুখস্মৃতি নিয়ে খেলতে নামবে বাংলাদেশ। গত বছর মাশরাফির বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল। 


'আমাদের ইংল্যান্ডে ভালো সময় কেটেছে। বিশেষ করে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মত দলকে ইংল্যান্ডের মাটিতে হারিয়েছিলাম আমরা। গত বছর আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে খেলেছিলাম, যা আমাদের উৎসাহ দিবে।'


এছাড়া ইংল্যান্ডে বাংলাদেশি সমর্থক গোষ্ঠী বরাবর বাংলাদেশ ক্রিকেটকে সমর্থন দিয়ে এসেছে। মাশরাফি বলেছেন, 'আমাদের কন্ডিশন সম্পর্কে ভালো ধারনা রয়েছে। এছাড়া বাংলাদেশি সমর্থক গোষ্ঠী আমাদের অনেক সমর্থন নিয়ে এসেছে, যা আমাদের সামনেও সাহায্য করবে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball