promotional_ad

প্রোটিয়া ফাস্ট বোলারকে নিয়ে দুই দলের টানাটানি

promotional_ad

জুনিয়র ডালা, দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলার আইপিএল খেলার সুযোগ পাচ্ছে। ভারতীয় মিডিয়ার সূত্রে জানা গেছে, ২৮ বছর বয়সী এই ফাস্ট বোলারকে দলে নিতে চাইছে  দিল্লি ডেয়ারডেভিলস।


ইনজুরির কারনে দিল্লি ডেয়ারডেভিলস ইতিমধ্যেই বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে হারিয়েছে। আসর শুরুর আগেই ফ্রন্ট লাইন পেসার কাগিসো রাবাদাকে হারিয়েছে তারা। দলের আরেক দক্ষিণ আফ্রিকান ক্রিস মরিসও শতভাগ ফিট নন।


বিশ্রাম দিয়ে খেলান হচ্ছে এই ফাস্ট বোলিং অলরাউন্ডারকে। এছাড়া ওপেনার জেসন রয়ও শতভাগ ফিট নন। এই দুইজনই যে কোন সময় দেশে ফিরে যেতে পারেন বলে ধারনা করা হচ্ছে। 



promotional_ad

যার কারনে নতুন করে ভাবতে হচ্ছে দিল্লি ডেয়ারডেভিলসকে। বদলী হিসেবে ভারতের বিপক্ষে বছরের শুরুতে টি-টুয়েন্টি অভিষেক হওয়া জুনিয়র ডালার দিকে দৃষ্টি দিল্লি ডেয়ারডেভিলসের।


শুধু দিল্লিই নয়, ইতিমধ্যে ৪৯ টি-টুয়েন্টি উইকেটের মালিক এই ফাস্ট বোলারকে পেতে চাইছে রাজস্থান রয়েলসও। লঙ্কান পেসার দুস্মন্ত চামিরা ইনজুরির কারনে আইপিএল থেকে ছিটকে পড়ায় বদলী ফাস্ট বোলার হিসেবে জুনিয়র ডালাকে চাইছে রয়েলসরা।


এখন পর্যন্ত ৫২টি টি-টুয়েন্টি ম্যাচ খেলা এই প্রোটিয়া ফাস্ট বোলার ২৫ গড়ে ৪৯ উইকেট শিকার করেছেন। ইকনমি রেট ৮.২৪ হলেও ডেথ ওভারে স্পেশালিষ্ট হিসেবে জুনিয়র ডালার সুনাম রয়েছে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball