promotional_ad

তামিমের মহানুভবতা

promotional_ad

দক্ষিণ আফ্রিকা সফরের ঠিক আগে নিজের দুটি নতুন ব্যাট হারিয়ে ফেলেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক রুমানা আহমেদ।


অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লীগে খেলতে যাওয়ার সময় একটি অস্ট্রেলিয়ান স্পোর্টস কোম্পানি এই ব্যাট দুটি দিয়েছিলো রুমানাকে।


কিন্তু জোহানেসবার্গের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার মাত্র কয়েকদিন আগে দুঃসংবাদ পেলেন প্রমীলা দলের দলপতি।


ফলে এই অল্প সময়ের মধ্যে ভালো কোনো ব্যাট ম্যানেজ করা সম্ভবপর হয়ে উঠছে না রুমানার।


এই সমস্যা নিরসনে তাই টাইগ্রেস অধিনায়ক শরণাপন্ন হয়েছেন জাতীয় ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের।



promotional_ad

তামিমকে একটি ব্যাট ম্যানেজ করে দেয়ার জন্য অনুরোধ করেছেন তিনি। আর রুমানার এই অনুরোধ ফেলতে পারেননি তামিম।


রুমানার এই বক্তব্য শোনার মাত্র ১৫ মিনিটের মধ্যেই মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে এসে নিজেই রুমানার হাতে একটি দামি ব্যাট তুলে দিয়েছেন টাইগার ওপেনার।


তামিমের কাছ থেকে ব্যাটটি পেয়ে এর দাম সম্পর্কে জানতে চান রুমানা। কিন্তু মহানুভব তামিম জানান এই ব্যাটটি তাঁর দেয়া একটি ছোট্ট উপহার মাত্র।


এমনকি দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফেরার পর দলের জন্য স্পন্সর জোগাড় করে দেয়ার কথাও বলেন তিনি।


তামিম বলেন, 'এটি (ব্যাটটি) তোমার জন্য, দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসো, আমি তোমার দলের জন্য স্পন্সর জোগাড় করে দিবো।'



সাধারণত, দেশের বাইরে থেকেই নিজের সকল ব্যাট নিয়ে আসার চেষ্টা করেন রুমানা। কেননা বাংলাদেশে ব্যাটের যে দাম সেই দামে ব্যাট কেনার মতো আর্থিক সচ্ছলতা নেই ে নারী ক্রিকেটারদের। বর্তমানে বিসিবির কাছ থেকে মাসে ৩০ হাজার টাকা বেতন পান রুমানা, যা নারী ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ।  


ছবি- ক্রিকইনফো



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball