promotional_ad

ট্রাম্প কার্ড সাকিবের পরীক্ষা নেবে গেইলরা?

promotional_ad

আইপিএলে জয়ের ধারা বজায় রাখতে হলে উড়তে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবকে হারাতে চাইবে সাকিবদের হায়দ্রাবাদ। নিজেদের কন্ডিশনে হায়দ্রাবাদের বোলিং লাইন আপ পাঞ্জাবের কঠিন পরীক্ষা নিবে।


তবে ব্যাটে বলে সাকিবের জ্বলে ওঠা হায়দ্রাবাদের সাফল্যের মূল মন্ত্র মানছেন সাবেক ভারতীয় আকাশ চোপড়া। সাকিব মিডেল অর্ডারে রান ও বল হতে উইকেট আদায় করে নিতে পারলে ম্যাচের মোড় ঘুরে যাবে।


দেশের হয়ে ১০ টেস্ট খেলা আকাশ চোপড়া বলছেন, 'আজকের ম্যাচে সাকিব আমার ট্রাম্প কার্ড। সাকিব ব্যাটে বলে দলকে সার্ভিস দিতে পারবে। আর এবারের আইপিএল ভালোই খেলেছে। বড় কিছু করে ফেলে নি কিন্তু ব্যাট বলে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছেন তিনি। মিডেল অর্ডারে বড় দায়িত্ব পালন করছেন তিনি।'



promotional_ad

তবে শক্তিশালী কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটিং লাইন আপের সামনে সাকিবকে পরীক্ষা দিতে হবে বলে মনে করছেন তিনি। বিশেষ করে সাকিবের বাঁহাতি স্পিন বাঁহাতি ক্রিস গেইলের জন্য খেলা সহজ হবে। 


কিন্তু আকাশ মনে করেন, সাকিবের অভিজ্ঞতা তাকে এগিয়ে রাখবে। 'বল হাতে ক্রিস গেইলদের বিপক্ষে চ্যালেঞ্জের মুখে পড়বেন। কিন্তু সাকিব বাংলাদেশ দলের অধিনায়ক এবং তাদের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার। 


বলের গতি কমিয়ে পাঞ্জাব ব্যাটসম্যানদের পরীক্ষা নেবেন তিনি। আর ব্যাট হাতে সুযোগ পেলে তাকে জ্বলে উঠতে হবে। আমি মনে করি হায়দ্রাবাদের জয় পেতে হলে সাকিবকে ভালো করুক, এটাই চাইবে হায়দ্রবাদ।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball