নিজেদের খরচে মাঠ বানাচ্ছে বিসিবি

ছবি:

প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগ ক্রিকেট পরিচালনার জন্য অন্যের মাঠে অনেক বেশি খরচ করতে হচ্ছে বিসিবিকে। বিকেএসপি বা মিরপুরের সিটি ক্লাব মাঠে তো নিজের খরচেই ড্রেসিং রুম বানাতে হয়েছে বিসিবিকে।
এছাড়া বিসিবির বেতনভুক মাঠকর্মীরাই সেখানে মাঠের রক্ষণাবেক্ষণের কাজ করেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হল ও জহুরুল হক হলের মাঠ ভাড়া করতে ম্যাচপিছু ভাড়া গুনতে (প্রতিটির ভাড়া দিন প্রতি সাড়ে ১১ হাজার টাকা) হয় বিসিবিকে।
এমনকি যখন ইচ্ছা তখন মাঠও পাচ্ছে না বিসিবি। কেননা করপোরেট আসর বা নিজেদের মধ্যকার খেলা সবসময়ই চলতে থাকে সেসব মাঠে। এই সব সমস্যার কারণে এবার নিজেদের মাঠ বানানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের সর্বোচ্চ এই ক্রিকেট প্রশাসনটি।

এসব কারণে শেষবারের বিসিবির মিটিংয়ে একেবারে প্রাথমিক পর্যায়ে সিদ্ধান্ত হচ্ছে ঢাকার আশপাশে কোনো জায়গায় পাশাপাশি দুটো মাঠ বানানো। এই নিয়ে একটি ওয়ার্কিং কমিটি বানিয়েছে বিসিবি, যার প্রধান এনায়েত হোসেন সিরাজ।
তিনি জানান, 'এখন অন্যান্য জায়গার মাঠের পেছনে বিসিবির প্রচুর টাকা খরচ হয়। অথচ এর একটিরও মালিক বিসিবি নয়। নতুন মাঠ খোঁজার মূল উদ্দেশ্য হলো খরচটা নিজেদের জায়গাতেই করা।
'ঢাকার আশপাশে বলতে পূর্বাচলের দিকে হলে ভালো হয়। এটা বেশ সময়সাপেক্ষ ব্যাপার। সুবিধামতো জমি পেতে হবে। বড় অঙ্কের টাকাও এর সঙ্গে যুক্ত। তবে উদ্যোগ যেহেতু নিয়েছি, এটি হবেই।'
উল্লেখ্য, বিসিবির কাছে প্রস্তাবনা রয়েছে জাহাঙ্গীরনগরের আরেকটি মাঠ নিজেদের খরচে বানিয়ে নেওয়ার। তবে এবার আর পরের মাঠে গিয়ে বিনিয়োগ করতে রাজি নয় বিসিবি।