নতুন রেকর্ডে সাকিবরা

ছবি:

মঙ্গলবার আইপিএলে দুর্দান্ত জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাইকে ৩১ রানে হারানোর এই ম্যাচে একটি রেকর্ডও গড়েছে কেন উইলিয়ামসনের দল।
যদিও আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে অল্প রান করে জয় পেয়েছে চেন্নাই। কিন্তু সেটা ২০০৯ সালের আইপিএলে। সেবার আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে।
তাই ইন্ডিয়ার মাটিতে সবচেয়ে অল্প রান করে জয়ের রেকর্ডে সবার উপরে এখন সাকিবরা। তবে এই তালিকায় দুইবার রয়েছে হায়দ্রাবাদের নাম। এর আগে ২০১৩ সালে পুনের বিপক্ষেও এই রেকর্ড করেছিল হায়দ্রাবাদ।

সেবার ১১৯ রান স্কোরবোর্ডে তুলে জিতেছিল ২০১৬ সালের চ্যাম্পিয়নরা। এই তালিকায় সবার নিচে আছে মুম্বাইয়ের নাম। ২০১২ সালে পুনের বিপক্ষেই ১২০ রান স্কোরবোর্ডে তুলে জিতেছিল রোহিত শর্মার দল।
আর ২০০৯ সালের দক্ষিণ আফ্রিকা আইপিএলে ১১৬ রানের পুঁজি নিয়ে ম্যাচ জিতেছিল চেন্নাই। মঙ্গলবার সাকিবরা ১১৮ রান করার পর ৩১ রানের জয় পায় কেন উইলিয়ামসনরা।
এছাড়াও কিংস এলেভেন পাঞ্জাব ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে মুম্বাইকে ১১৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে ম্যাচ জিতেছিল। তবে আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত আইপিএল ছাড়া ঘরের মাঠে এই রেকর্ডে সবার উপর এখন সাকিবরা।