মুস্তাফিজরা হতাশ করেছেন মাহেলাকে

ছবি:

মঙ্গলবার সানরাইজার্স হায়দ্রাবাদকে মাত্র ১১৮ রানে আটকে দেয়ার পরও সেই লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয় মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্স।
৩১ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রোহিত শর্মার দলকে। আর দলের এমন পরাজয়ে হতাশ হয়েছেন কোচ মাহেলা জয়াবর্ধনে।
এখন পর্যন্ত চলতি আইপিএলে নিজেদের মেলে ধরতে পারেনি মুম্বাই। নিজেদের প্রথম তিনটি ম্যাচেই একদম জয়ের খুব কাছে গিয়ে ফিরে আসতে হয়েছে মুম্বাইকে।

চতুর্থ ম্যাচে প্রথম জয় পেলেও পঞ্চম ম্যাচে আবারও শেষ ওভারে গিয়েই হারতে হয় তাদের। কিন্তু শেষ ওভারে গিয়ে ৪টি ম্যাচ হারার পরও হতাশ হননি এই লঙ্কান।
কিন্তু শেষ ম্যাচে দলের এমন বাজে পারফর্মেন্সে হতাশ হয়েছেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সাবেক এই লঙ্কান লিজেন্ডারি ব্যাটসম্যান জানিয়েছেন, তিনি কাওকে দোষ দিচ্ছেননা। তারা খারাপ খেলেছেন বলেই আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছেন বলেও জানান তিনি। মাহেলার ভাষ্যমতে,
'কাওকে দোষ দেয়ার কিছু নেই। আমরা ভালো খেলতে পারিনি বিধায় আজ আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। কিন্তু আজকের পারফর্মেন্সে আমি সত্যি হতাশ।
আমরা যে কয়টা ম্যাচে হেরেছি সেগুলো ছিল শেষ ওভারে। কিন্তু সেগুলোতেও আমরা ভালো পারফর্ম করেছিলাম। আর সেটার ফলাফল যেকারও দিকে যেতে পারতো।
টি-টুয়েন্টি ম্যাচে শেষ ওভারে যে কোন দলই জিততে পারে। কিন্তু হায়দ্রাবাদের বিপক্ষে আমরা যেভাবে হারলাম তা খুবই হতাশাজনক। শিশির ছিল মাঠে আর কোন ব্যাটসম্যান দায়িত্ব নিয়ে ম্যাচটা শেষ করে আসতে পারেনি।'