আইপিএল ১২ এর দিনক্ষণ ঘোষণা

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চলমান আসর শেষ হওয়ার আগেই ১২তম আসরের দিনক্ষণ জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এক বিবৃতির মাধ্যমে বিসিসিআই জানিয়েছে আইপিএল ১২ এর পর্দা উঠবে আগামী বছরের ২৯শে মার্চ এবং শেষ হবে ১৯শে এপ্রিল।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা এই প্রসঙ্গে প্রেস ট্রাষ্ট অফ ইন্ডিয়া (পিটিআই) কে এই প্রসঙ্গে বলেছেন,

‘২০১৯ সালের আইপিএল মার্চের ২৯ তারিখে শুরু হবে এবং শেষ হবে ১৯শে মেতে। তবে আমাদের ১৫ দিনের একটি বিরতি রাখতে হবে যেহেতু বিশ্বকাপ শুরু হবে ৩০শে মে থেকে।'
সেই কর্মকর্তা আরো বলেন, 'এই ১৫ দিনের বিরতিতে আমরা জুনের ৫ তারিখেই শুধুমাত্র খেলার সুযোগ পাচ্ছি। এর আগে আমরা জুনের ২ তারিখে সূচি ঠিক করেছিলাম, কিন্তু আমরা সেদিন খেলতে পারছি না।'
উল্লেখ্য ভারতের ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ যাত্রা শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে। জুনের ৫ তারিখে প্রোটিয়াদের মুখোমুখি হবে তারা।
আর ১৬ই জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলবে বিরাট কোহলির দল।