ধোনির প্রতিপক্ষ কোহলি

ছবি:

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ২৩তম ম্যাচে ব্যাঙ্গালুরুর মাঠে মুখোমুখি হচ্ছে স্বাগতিক রয়্যাল চেলেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।
চলতি আইপিএলে দল হিসেবে দারুণ ফর্মে আছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দলটি এখন পর্যন্ত মত ৫ ম্যাচের ৪টিতে জিতেছে।
আজকের ম্যাচে ভিরাট কোহলির দলকে হারালেই পাঞ্জাবকে টপকে টেবিলের শীর্ষে উঠে আসবে ধোনি-রায়নারা। সেই লক্ষ্য নিয়েই মাঠে নামবে চেন্নাই।

এছাড়াও অসুস্থতার কারণে শেষ ম্যাচে খেলতে না পারা লেগ স্পিনার ইমরান তাহির সুস্থ হয়ে উঠেছেন। তাই আজকের ম্যাচে তাকে একাদশে রেখেই মাঠে নামতে পারে চেন্নাই।
তবে সেক্ষেত্রে তাহির একাদশে থাকলে কপাল পুড়তে পারে স্যাম বিলিংসের। অন্যদিকে আইপিএলে এবার ভালো সময় যাচ্ছেনা ব্যাঙ্গালুরুর।
দল হিসেবে নিজেদের সেরাটা দিতে পারছেনা তারা। ৫ ম্যাচের ৩টিতে হেরে টেবিলের ষষ্ট পজিশনে আসে তারা। যেকারণে আজকের ম্যাচটিকে হালকা ভাবে নিচ্ছেনা কোহলি-ডি ভিলিয়ার্সরা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একাদশঃ কুইন্টন ডি কক, মানান ভোহরা, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, মান্দীপ সিং, কোরি অ্যান্ডারসন, ওয়াশিংটন সুন্দর, ক্রিস ওকস, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, যুবেন্দ্র চহল।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশঃ শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, অম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধনি (অধিনায়ক ও উইকেট রক্ষক), স্যাম বিলিংস/ ইমরান তাহির, রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, হরভজন সিং, দীপক চাহার, করন শর্মা, শার্দূল ঠাকুর