মজিদের ডাবল সেঞ্চুরি

ছবি:

চলতি বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) শেষ রাউন্ডের ম্যাচে সেন্ট্রাল জোনের পক্ষে ডাবল হান্ড্রেড হাঁকিয়েছেন ব্যাটসম্যান আব্দুল মজিদ। বর্তমানে ২০২ রান নিয়ে ক্রিজে ব্যাট করছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
প্রথম দিন ১৫৯ রান করে ইনজুরিতে পড়েন এই ডানহাতি ব্যাটসম্যান। এরপর মাঠও ছাড়তে হয় তাকে। কিন্তু দ্বিতীয় দিন সকালে ব্যাট করতে নেমে প্রথম সেশনেই এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
মজিদের ব্যাটে বড় স্কোরের দিকে যাচ্ছে সেন্ট্রাল জোন। ৭ উইকেট হারিয়ে তাদের স্কোর বর্তমানে ৫০৪ রান। এছাড়াও দলের পক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন ওপেনার সাদমান ইসলাম।

১১২ রান করে প্রথম দিন সাজঘরে ফেরেন এই বাঁহাতি ওপেনার। প্রথম দিন ৪ উইকেট হারিয়ে ৪০৬ রান স্কোরবোর্ডে তুলেছিল সেন্ট্রাল জোন।
সেন্ট্রাল জোন একাদশঃ সাইফ হাসান, আব্দুল মজিদ, সাদমান ইসলাম অনিক, মার্শাল আইয়ুব, মেহরাব হোসেন জুনিয়র, শুভাগত হোম, মোশাররফ হোসেন রুবেল, আবু হায়দার রনি, মোহাম্মদ শরিফ, ইলিয়াস সানি, ইরফান শুক্কুর।
ইষ্ট জোন একাদশঃ লিটন দাস, অলক কাপালি, আফিফ হোসেন, জাকির আলি, মমিনুল হক, সোহাগ গাজী, তাসামুল হক, আবু জায়েদ রাহি, এনামুল হক জুনিয়র, মেহেদি মারুফ, মোহাম্মদ সাইফউদ্দিন।