সেঞ্চুরি হাঁকিয়ে ইমরুলের জবাব

ছবি:

মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) শেষ রাউন্ডের ম্যাচের প্রথম দিন ৫২ রান নিয়ে অপরাজিত ছিলেন সাউথ জোনের ওপেনার ইমরুল কায়েস। অপর প্রান্তে তাঁর সঙ্গী আনামুল হক বিজয়ও ফিফটি হাঁকিয়ে খেলা শেষ করেছিলেন।
এরপর আজ দ্বিতীয় দিন খেলতে নেমে দারুণ ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নিয়েছেন টাইগার ওপেনার ইমরুল। কয়েকদিন আগেই বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ইমরুল। নিজেকে প্রমাণের জন্য হয়তো তাই আটঘাট বেঁধেই মাঠে নেমেছেন তিনি।
সেঞ্চুরি হাঁকিয়ে জবাবটাও ইমরুল দিয়ে দিলেন ভালো মতোই। নর্থ জোনের বিপক্ষে বর্তমানে ১০৩ রানে অপরাজিত আছেন তিনি। ইমরুলের পাশাপাশি দায়িত্বশীল ব্যাটিং করে যাচ্ছেন বিজয়ও। তিনিও রয়েছেন সেঞ্চুরির পথেই। বর্তমানে তাঁর সংগ্রহ ৮৩ রান।
আর এই দুই ব্যাটসম্যানের দারুণ ব্যাটিংয়ে এই রিপোর্ট লেখা পর্যন্ত সাউথ জোনের সংগ্রহ ১ উইকেটে ১৯৯ রান (৫৫ ওভার)।
এর আগে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে টসে হেরে ব্যাট করতে নেমে সাউথ জোনের স্পিন তারকা আব্দুর রাজ্জাকের বোলিং ঘূর্ণিতে মাত্র ১৮৭ রানে অলআউট হয়ে গিয়েছিলো জহুরুল ইসলামের নেতৃত্বাধীন নর্থ জোন।
২০.৩ ওভার বোলিং করে মাত্র ৫৩ রানে একাই ৫ উইকেট শিকার করেন রাজ্জাক। ৩৫ বছর বয়সে এসেও যে তিনি ফুরিয়ে যাননি তারই প্রমাণ যেন আরো একবার দিলেন এই স্পিনার। রাজ্জাক ছাড়াও ২০ রানে ২ উইকেট শিকার করেছেন আরেক স্পিনার সাকলাইন সজীব।

আর টাইগারদের ওয়ানডে অধিনায়ক নিয়েছেন একটি উইকেট। এদিকে রাজ্জাকের ঘূর্ণির পরও নর্থ জোনের পক্ষে ফিফটির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং সোহরাওয়ার্দি শুভ। যদিও তাদের জোড়া হাফসেঞ্চুরি ছাড়া আর কেউই তেমন বড় স্কোর গড়তে পারেনি।
শান্ত ৫০ রানে আউট হলেও শুভ অপরাজিত ছিলেন ৫৯ রানে। আর ওপেনার মিজানুর রহমান করেছিলেন তৃতীয় সর্বোচ্চ ২২ রান। নর্থ জোনের ১৮৭ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংস খেলতে নেমে মাত্র ২১ রানে সৌম্য সরকারকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ব্রেক থ্রু এনে দেন সাউথ জোন পেসার শফিউল ইসলাম।
মাত্র ১২ রান করে ব্যর্থতার পরিচয় দিয়েছেন ওপেনার সৌম্য। এরপর অবশ্য ইমরুল কায়েস এবং আনামুল হক বিজয়ের জোড়া হাফসেঞ্চুরিতে আর উইকেট না হারিয়ে ১১৮ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে সাউথ জোন।
নর্থ জোন একাদশ-
মিজানুর রহমান, জুনায়েদ সিদ্দিকি, নাজমুল হোসেন শান্ত, ফরহাদ হোসেন, ধীমান ঘোষ (উইকেট রক্ষক), জহুরুল ইসলাম (অধিনায়ক), ফরহাদ রেজা, আরিফুল হক, সোহরাওয়ার্দি শুভ, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম।
সাউথ জোন একাদশ-
আনামুল হক বিজয়, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, তুষার ইমরান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাহিদুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক, সাকলাইন সজীব, কামরুল ইসলাম রাব্বি।
সংক্ষিপ্ত স্কোর-
নর্থ জোন (প্রথম ইনিংস): ১৮৭ (অলআউট) (শান্ত- ৫০, শুভ- ৫৯*), (রাজ্জাক-৫/৫৩, সাকলাইন-২/২০, মাশরাফি- ১/৪৯)
সাউথ জোন (প্রথম দিন শেষে): ১১৮ (বিজয়- ৫১, ইমরুল- ৫২) (শফিউল- ৪৫/১)