কাঙ্খিত ইতিহাস গড়লেন সাকিব

ছবি:

ওয়াংখেড়েতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ২৩তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের দাপুটে বোলিংয়ে মাত্র ১১৮ রানে অলআউট হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচের শুরুতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাই দলপতি রোহিত শর্মা।
ছোটো লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ওপেনার এভিন লুইসের উইকেট হারায় মুম্বাই। লুইস মাত্র ৫ রান করে সন্দিপ হুদার বলে পয়েন্টে ধরা পড়েছেন মনিষ পান্ডের হাতে। ইশান কিশান কোনো রান না করেই মোহাম্মদ নবীর বলে লং অনে দীপক হুদার হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।
দলীয় ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন সাকিব। এসেই রোহিত শর্মাকে স্লিপে ক্যাচ বানিয়ে আউট করেছেন সাকিব। আর এই উইকেটটি নিয়েই সব ধরণের টি-টুয়েন্টি ক্রিকেট মিলিয়ে ৩০০ টি উইকেট শিকার করেছেন সাকিব।

অবশ্য গেলো দুই ম্যাচেই সানরাইজার্সের জার্সি গায়ে এই রেকর্ডটি করতে পারতেন সাকিব। কিন্তু সেই দুই ম্যাচে উইকেটশুন্য ছিলেন তিনি। তাই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেই এলো কাঙ্খিত রেকর্ড।
এখন পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে চার হাজারের বেশি রানের পাশাপাশি বল হাতে ৩০০ উইকেট শিকারের রেকর্ডে নাম রয়েছে শুধুমাত্র ব্রাভোর। নিজের টি টোয়েন্টি ক্যারিয়ারে ৩৭৯ টি ম্যাচে ৫৬০৭ রান করা ছাড়াও ব্রাভোর উইকেট সংখ্যা ৪১৬টি।
অপরদিকে ২৬০ ম্যাচে ৩০০ টি উইকেটের মাইলফলকে সাকিব এবং ব্যাট হাতে তাঁর সংগ্রহ ৪০৬৯ রান। এখন পর্যন্ত ডোয়াইন ব্রাভো ছাড়া টি টোয়েন্টি ফরম্যাটে এই মাইলফলক স্পর্শ করার রেকর্ড আছে লঙ্কান লাসিথ মালিঙ্গা (৩৪৮), পাকিস্তানের শহিদ আফ্রিদি (৩০০) এবং ক্যারিবিয়ান সুনীল নারিনের (৩২৪)।