বাংলাদেশের টি-টুয়েন্টির অধিনায়কত্বে পরিবর্তন

ছবি:

পরিবর্তন এসেছে বাংলাদেশ দলের অধিনায়কত্বে। তবে পুরুষদের দলে নয়, নারীদের দলে। দ্বিতীয় দফায় টাইগ্রেসদের অধিনায়ক নির্বাচিত হয়েছেন সালমা খাতুন।
আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজেই এই পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। তবে টি-টুয়েন্টি দলের অধিনায়কত্বে পরিবর্তন আসলেও ওয়ানডে দলের অধিনায়কত্বে কোন পরিবর্তন আসেনি।
যথারীতি ওয়ানডেতে নেতৃত্ব দিবেন লেগস্পিন অলরাউন্ডার রুমানা। এর আগে ২০১৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে সালমাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছিল।

তার পরিবর্তে নেতৃত্বে আনা হয় পেসার জাহানারা আলমকে। ওই বছরের শেষ দিকে ওয়ানডে অধিনায়ক করা হয় রুমানা আহমেদকে। পরে টি-টুয়েন্টির নেতৃত্বও পান তিনি।
১৬ সদস্যের বাংলাদেশ দলে বড় চমক সালমার নেতৃত্বে ফেরা। এদিকে আসন্ন সিরিজে দল থেকে বাদ পড়েছেন লতা মণ্ডল, রিতু মনি, শায়লা শারমিন, শারমিন আক্তার সুপ্তা।
তবে দুই বছর পর দলে ফিরেছেন বিকেএসপির জান্নাতুল ফেরদৌস। চলতি মাসের ২৮ তারিখ পাঁচ ওয়ানডে ও দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে টাইগ্রেসরা।
বাংলাদেশ দল: রুমানা আহমেদ (অধিনায়ক, ওয়ানডে), সালমা খাতুন (অধিনায়ক, টি-টুয়েন্টি), নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন ছন্দা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন ও জাহানারা আলম।