নিদাহাসের আট বলই জীবন নয়ঃ কার্তিক

ছবি:

নিদাহাস ট্রফির ফাইনালে টাইগার অলরাউন্ডার সৌম্য সরকারকে ইনিংসের শেষ বলে ছয় মেরে ভারতকে টুর্নামেন্ট জিতিয়েছেন দীনেশ কার্তিক। মাত্র ৮ বল খেলে ২৯* রান করে ফাইনালের ম্যাচ সেরার পুরষ্কারও জিতেছেন তিনি।
পুরো টি-টুয়েন্টি সিরিজটিতে ৫ ম্যাচ খেলে ৮৫ রান করেছেন তিনি। কিন্তু ফাইনাল ম্যাচে খেলা অসাধারণ ইনিংসটি তাকে পৌঁছে দিয়েছে অনন্য মাত্রায়। অথচ ভারতীয় স্কোয়াডে জায়গা করে নিতেই কষ্ট হয় তার।
মূলত ভারতীয়দের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দলে থাকার কারণেই স্কোয়াডে ঢুকতে বাঁধা তার। পুরো ক্যারিয়ারটাই কেটেছে জাতীয় দলে ব্রাত্য হয়ে।

কিন্তু নিদাহাস ট্রফিতে ধোনি-কোহলি সহ দলের কয়েকজন ক্রিকেটার বিশ্রাম পাওয়ায় সুযোগ মিলেছে কার্তিকের। আর পুরো আসরে সেভাবে ব্যাট করার সুযোগ না মিললেও ফাইনালে ঠিকই সুযোগ পান কার্তিক। প্রমাণ করেও দেখান নিজেকে।
সম্প্রতি কলকাতার আনন্দবাজার পত্রিকাকে এক সাক্ষাৎকারে নিদাহাস ট্রফির ফাইনালের ইনিংসটি নিয়ে জানান, 'আমি কিন্তু শুধু ওই ৮টা বলই খেলিনি জীবনে। গত পনেরো বছর ধরে আরও অনেক ইনিংস খেলেছি।
'ক্রিকেট নিয়ে জীবনের সব পরিশ্রম এবং প্রচেষ্টা একত্রিত হয়ে নিদাহাস ট্রফির ফাইনালের ফলটা আমাকে পেতে সাহায্য করেছিল। শ্রীলঙ্কার ফাইনালটা আমার ক্রিকেট যাত্রার অংশবিশেষ। আমার লক্ষ্য, ধারাবাহিক ভাবে সফল হওয়া।'